সোশ্যাল মিডিয়ায় নিজেই বিয়ের কথা জানালেন দিব্যেন্দু ওরফে 'ডিবস'! শেয়ার করলেন বিয়ের ছবিও। কিন্তু পাত্রী কে? ফ্যাশন ডিজাইনার চন্দ্রাণী সিং ফ্লোরা। তবে, কলকাতায় নয়, বৈষ্ণোদেবীতে গিয়ে বিয়ে করেছেন দিব্যেন্দু, চন্দ্রাণী।
এর আগে কখনও রূপা গঙ্গোপাধ্যায়, কখনও স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা জল্পনা কল্পনা তুঙ্গে উঠেছিল। কিন্তু এখন আর সেইসমস্ত কিছু মনে করতে চান না দিব্যেন্দু! সব ভুলে চন্দ্রাণীকে নিয়েই পাততে চান সুখের সংসার।
advertisement
Location :
First Published :
May 17, 2018 5:19 PM IST