টানা দু-দিন সওয়াল জবাব চললেও শেষ হয়নি শুনানি পর্ব। নির্বাচনের দিন ঘোষণার ক্ষেত্রেই কি পদ্ধতিগত ভুল ছিল রাজ্য নির্বাচন কমিশনের? বুধবার পঞ্চায়েত মামলার শুনানিতে এই প্রশ্নকে ঘিরেই চলল সওয়াল জবাব। বিচারপতি সুব্রত তালুকদার প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন ভুল করলে শুধরে দেবে কে?
ঝড়ে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার
advertisement
বামেদের আইনজীবী বিকাশ ভট্টাচার্যর অভিযোগ, সর্বদলীয় বৈঠকে ভোটের দিনক্ষণ জানানো হয়নি। অথচ তারপরেই তড়িঘড়ি দিন ঘোষণা হয়। দ্রুত মামলার শুনানি শেষ করতে আর্জি জানান তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যেপাধ্যায়। দ্রুত শুনানি শেষ করাই আদালতের অগ্রাধিকার বলে জানান বিচারপতি সুব্রত তালুকদার। বৃহস্পতিবার ফের মামলার শুনানি।
Location :
First Published :
April 18, 2018 5:28 PM IST