এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদেশমন্ত্রকে সচিব ডিএএম মুলেয় জানিয়েছেন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে তাঁর মন্ত্রক ৷ যাঁদের পাসপোর্ট আর্জি খারিজ করা হয়েছিল সেই দম্পতিকে গতকাল তাঁদের ডেকে পাঠানো হয়েছিল আজ তাঁদের পাসপোর্ট দিয়ে দেওয়া হয়েছে ৷
পাসপোর্ট অফিসে চূড়ান্ত হেনস্থার শিকার হয়েই ওই দম্পতি সরাষ্ট্রমন্ত্রকে অভিযোগ করেছিলেন ৷ তাঁরা দুঃখপ্রকাশ করেছিলেন ৷ তাঁদের একটাই দোষ তাঁরা দুই আলাদা ধর্ম সম্পদায়ের ৷ পাসপোর্ট আধিকারিক বিকাশ মিশ্র তাঁদের অপমান করতে থাকেন ৷ লাগাতার অপমানিত হয়ে বাধ্য় হয়েছেন ৷ অভিযোগ দায়ের করতে ৷
advertisement
ওই আধিকারিক পুরুষসঙ্গীকে হিন্দু হওয়ার পরামর্শ দিয়েছেন ৷ হিন্দুধর্ম গ্রহণ করে হিন্দু মতে বিয়ে করলেই মিলবে পাসপোর্ট ৷ ঘটনার জেরেই শুরু হয়েছে বিতর্ক ৷ তবে অবশেষে পাসপোর্ট পেয়েছেন ওই দম্পতি ৷
আরও পড়ুন : ফের দাম কমল পেট্রোল-ডিজেলের !