TRENDING:

অন্ধকারে ডুবল নাইজেরিয়া, খেলা দেখতে পেলেন না নাইজেরিয়বাসী

Last Updated:

গকালের ম্যাচে অন্ধকারে ডুবল নাইজেরিয়া ৷ মাঠে নয়, মাঠের বাইরেও ৷ নিজেদের দেশেই হতাশা ছড়াল ম্যাচ প্রত্যক্ষ না করায় ৷ জয় অধরা, তাতেই বা কী, নিজেদের হিরোদের লড়তে দেখার মজাই আলাদা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্রোয়েশিয়া- ২  (ওগহেনাকারো এতোবো  ৩২' )                                                                                                                     (লুকা মডরিচ ৭১' )নাইজেরিয়া-০
advertisement

#কলিনিনগ্রাদ: শনিবারের ম্যাচে অন্ধকারে ডুবল নাইজেরিয়া ৷ মাঠে নয়, মাঠের বাইরেও ৷ নিজেদের দেশেই হতাশা ছড়াল ম্যাচ প্রত্যক্ষ না করায় ৷ জয় অধরা, তাতেই বা কী, নিজেদের হিরোদের লড়তে দেখার মজাই আলাদা ৷ মাঠে লাড়বেন খেলোয়াড়রা, আর মাঠের বাইরে তাঁদের জন্য গলা ফাটাবেন সমর্থকরা ৷ এটাই তো নিয়ম ৷ কিন্তু সেটা থেকে যেভাবে বঞ্চিত হলেন নাইজেরিবাসী, তাতেই বাড়ছে ক্ষোভ ৷

advertisement

আরও পড়ুন পেনাল্টি মিস করে বরফের তলায় চাপা পড়ল মেসির আর্জেন্টিনা

সেরা ভিডিও

আরও দেখুন
ভাইফোঁটার আগের রাতে একলাফে বাড়ল দাম! একদিনে লক্ষ লক্ষ টাকা আয়, ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি
আরও দেখুন

বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাতে হল সবাইকে ৷ যার জেরে ফুটবল বিশ্বকাপে জাতীয় দলের খেলার সাক্ষী থাকতে পারলেন না সেই দেশের মানুষ ৷ তবে যেভাবে প্রথম ম্যাচেই ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হারতে হল, তাতে ম্যাচ যে খুব একটা উপভোগ করতেন না তারা, মনে করছেন অনেকেই ৷ গতকাল ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন ওগহেনাকারো এতোবো এবং লুকা মডরিচ ৷ পেনাল্টিতে গোল পান মডরিচ ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
অন্ধকারে ডুবল নাইজেরিয়া, খেলা দেখতে পেলেন না নাইজেরিয়বাসী