#কলিনিনগ্রাদ: শনিবারের ম্যাচে অন্ধকারে ডুবল নাইজেরিয়া ৷ মাঠে নয়, মাঠের বাইরেও ৷ নিজেদের দেশেই হতাশা ছড়াল ম্যাচ প্রত্যক্ষ না করায় ৷ জয় অধরা, তাতেই বা কী, নিজেদের হিরোদের লড়তে দেখার মজাই আলাদা ৷ মাঠে লাড়বেন খেলোয়াড়রা, আর মাঠের বাইরে তাঁদের জন্য গলা ফাটাবেন সমর্থকরা ৷ এটাই তো নিয়ম ৷ কিন্তু সেটা থেকে যেভাবে বঞ্চিত হলেন নাইজেরিবাসী, তাতেই বাড়ছে ক্ষোভ ৷
advertisement
আরও পড়ুন পেনাল্টি মিস করে বরফের তলায় চাপা পড়ল মেসির আর্জেন্টিনা
বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাতে হল সবাইকে ৷ যার জেরে ফুটবল বিশ্বকাপে জাতীয় দলের খেলার সাক্ষী থাকতে পারলেন না সেই দেশের মানুষ ৷ তবে যেভাবে প্রথম ম্যাচেই ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হারতে হল, তাতে ম্যাচ যে খুব একটা উপভোগ করতেন না তারা, মনে করছেন অনেকেই ৷ গতকাল ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন ওগহেনাকারো এতোবো এবং লুকা মডরিচ ৷ পেনাল্টিতে গোল পান মডরিচ ৷