ঘটনায় জানা গিয়েছে, যুবতী স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করতেন। ফোনে যুবকের সঙ্গে পরিচয় হয়। চাকরি দেওয়ার নাম করে তাঁকে দিঘায় নিয়ে যান একটি হোটেলে ওঠেন। হোটেলে উঠে যুবক তাঁর সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে দিঘা থানার পুলিশ যুবককে গ্রেফতার করে।
আরও পড়ুনঃ অ্যাডিনোভাইরাস কীভাবে ছড়ায়? আর কতদিন থাকবে? প্রাক্তন মন্ত্রী তথা চিকিৎসকের অদ্ভূত নিদান
advertisement
বৃহস্পতিবার কাঁথি আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতে নির্দেশ দেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দিঘায় এলাকায়।
পঙ্কজ দাশরথী
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2023 10:26 AM IST





