TRENDING:

Crime News: ছিনতাইয়ে বাধা, বাগনানে জাতীয় সড়কের উপরে মহিলাকে গুলি, মৃত্য়ু! স্বামীর অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সন্তু মল্লিক, বাগনান: জাতীয় সড়কের উপরে ছিনতাইয়ে বাধা। যার জেরে স্বামী এবং আড়াই বছরের মেয়ের সামনেই এক মহিলাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। এমনই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য় ছড়ালো হাওড়ার বাগনানে। ইতিমধ্য়েই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মহিলার স্বামীকে।
এই গাড়িতেই কলকাতায় আসছিলেন দম্পতি।
এই গাড়িতেই কলকাতায় আসছিলেন দম্পতি।
advertisement

মৃত মহিলার নাম রিয়া কুমারী। তিনি ঝাড়খণ্ডের রাঁচির বাসিন্দা। মহিলার স্বামী প্রকাশ কুমারের দাবি, স্ত্রী রিয়া এবং আড়াই বছরের শিশুকন্য়াকে নিয়ে গাড়ি করে কলকাতায় আসছিলেন তিনি। নিজেই গাড়ি চালাচ্ছিলেন প্রকাশ। তাঁর দাবি, এ দিন ভোরে ছ'টা নাগাদ হাওড়ার বাগনানে মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি থামান প্রকাশ।

আরও পড়ুন: সাবধান! তমলুক থেকে মেচেদা কুয়াশার আস্তরণে ঢেকে দৃশ্যমানতা কম রাস্তায়

advertisement

তাঁর দাবি অনুযায়ী, প্রকৃতির ডাকে সাড়া দিতেই গাড়ি থেকে নামেন তিনি। তখনই তিন জন সশস্ত্র দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে টাকা ছিনতাই করার চেষ্টা করে। তাঁদের বাধা দেন প্রকাশ। দুষ্কৃতীদের বাধা দিতে এগিয়ে আসেন প্রকাশের স্ত্রী রিয়া। অভিযোগ, তখনই গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে রিয়ার কানের নীচের দিকে। এর পরেই চম্পট দেয় দুষ্কৃতীরা।

advertisement

আরও পড়ুন: শীতের মরসুমে জয়নগরে ফিরল বিনোদনের হারিয়ে যাওয়া নস্টালজিয়া, খুশি আট থেকে আশি

এই ঘটনার পরই স্ত্রীকে গাড়িতে তুলে সাহায্য়ের খোঁজে বেশ কিছুটা পথ এগিয়ে আসেন প্রকাশ। রাজাপুর পীরতলা এলাকায় একটি চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করিয়ে স্থানীয়দের থেকে সাহায্য় চান তিনি। স্থানীয় বাসিন্দারাই ফোন করে রাজাপুর থানায় খবর দেন। পুলিশ এসে গুলিবিদ্ধ মহিলাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেশিন বদলে দিল ব্যবসার ভাগ্য, প্রোডাক্ট তৈরি হচ্ছে ঝড়ের গতিতে! মুনাফা দ্বিগুণ
আরও দেখুন

এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য় ছড়ায়। যেভাবে ভোর বেলা জাতীয় সড়কের উপরে গুলি চালানোর অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখছে পুলিশও। নিহত মহিলার স্বামীর বয়ান খতিয়ে দেখতে তাঁকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়া জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ঘটনাস্থলের আশপাশে কোনও সিসিটিভি ফুটেজ আছে কি না, তাও খোঁজ করে দেখা হচ্ছে।

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: ছিনতাইয়ে বাধা, বাগনানে জাতীয় সড়কের উপরে মহিলাকে গুলি, মৃত্য়ু! স্বামীর অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল