২৭ বছরের ডোন দোজয় বারটেন্ডারের কাজ করতেন ৷ তাঁর স্বামীর নাম দিনেশ্বর বুধিদত্ ৷ তাঁর স্ত্রী হৃতিক রোশনকে পছন্দ করে এই বিষয়টি তিনি সহ্য করতে পারতেন না , এই নিয়ে রীতিমতো ঈর্ষাকাতর ছিলেন তিনি ৷ নিউইয়র্ক পোস্টের খবর অনুযায়ি এইজন্যেই স্ত্রীকেই শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন কইন্সের বাসিন্দা ৷
advertisement
যে বারটেন্ডা ভদ্রমহিলা খুন হয়েছেন তারই বারে গান গান এমন এক মহিলা জানিয়েছেন, ডোন যখনই বাড়িতে হৃতিকের সিনেমা বা গান দেখত তখনই তাঁর স্বামী সেটা বন্ধ করে দিতে বলত , এতটাই হিংসা করত হৃতিককে ৷ অন্যদিকে মেয়েটি যখন যেখানে যে হৃতিক রোসনের সিনমা দেখতে পেত সেটা দেখতে যেত ৷
এদিকে স্ত্রীকে খুন করার পর ওই ব্যক্তি নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ৷ স্ত্রীকে খুন করার পর নিজের বোনকে মেসেজ করে ওই ব্যক্তি জানিয়ে দেয় যে সে তাঁর স্ত্রীকে খুন করেছে এবং বাড়ির চাবি কোথায় রাখা আছে তাও জানিয়ে দেয় ৷ খুন করার আগেও নিয়মিত মেয়েটি তাঁর স্বামীর দ্বারা অত্যাচারিত হত ৷ কখনও তাঁকে মারত, অপমান করত ৷
আরও দেখুন