গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে জালনোট আনা হয়েছে মালদার বিভিন্ন সীমানায়। মালদা জেলার সবথেকে বেশি কলিয়াচক, বৈষ্ণবনগর সীমানা দিয়ে ক্যারিয়াররা জাল নোট নিয়ে এ রাজ্যে প্রবেশ করেছে। এই কারবারির সঙ্গে যুক্ত ওই এলাকার একাধিক যুবকরা সামিল রয়েছে বলেও খবর রয়েছে গোয়েন্দাদের কাছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, পুজোর সময় জালনোট কারবারিরা একাধিক ক্যারিয়ারের মাধ্যমে হাত বদল করে এই জালনোট পৌঁছে দিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এর কারণেই গোয়েন্দাদের সেই অপরাধীদের ট্র্যাক করতে সামান্য বেগ পেতে হয়েছে।
advertisement
আরও পড়ুন: বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে দিলেন অনন্ত মহারাজ, তবে এক সুর তৃণমূল-বিজেপির!
গোয়েন্দাদের নজর এড়াতে প্রতিনিয়ত নতুন নতুন ক্যারিয়াদের মাঠে নামিয়েছে জালনোট কারবারিরা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে এই রাজ্যে আসা জালনোট বিহার, উত্তরপ্রদেশ, মুম্বই, ভুবনেশ্বর-সহ একাধিক জায়গায় পাঠানো হয়েছে। এই জালনোটগুলি উন্নতমানের বানানো হয়েছে যাতে আসল নোটের সঙ্গে পার্থক্য সহজে না বোঝা যায়।
আরও পড়ুন: প্লেটলেট কমে বাড়ছিল দুশ্চিন্তা, এখন কেমন আছেন অরিজিৎ সিংয়ের স্ত্রী কোয়েল?
গত বছরে পুজোর মরশুমে একাধিক ক্যারিয়ারকে গোয়েন্দারা গ্রেফতার করেছিল। সেই তুলনায় এই বছরের জালনোট কারবারিদের গ্রেফতারের সংখ্যা অনেকটাই কম। বিভিন্ন সময় বিভিন্ন কৌশলের মাধ্যমে জাল নোট কারবারিরা গোয়েন্দাদের নজর এড়াচ্ছে। যা এই মুহূর্তে গোয়েন্দাদের চিন্তার বিষয় হয়ে উঠেছে।
সৌরভ তিওয়ারি