TRENDING:

Viral Video: মহিলা ইন্সপেক্টরকে পাথর ছুঁড়ে পিটিয়ে মার বালি মাফিয়াদের, তুলকালাম

Last Updated:

Viral Video: মহিলা ইন্সপেক্টর প্রাণভয়ে দৌড়তে থাকেন৷ কিন্তু দুষ্টু লোকরা দৌড়ে দৌড়ে তাঁকে মারতে থাকে৷ পুরো ঘটনার ভিডিও এই মুহূর্তে ভাইরাল  ভিডিও৷ তবে এই ভাইরাল ভিডিওর সত্যতা নিউজ ১৮ যাচাই করেনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাঁচি:  বিহারে বালিকে ‘হলুদ সোনা’ বলা হয়৷ আর সেই ‘হলুদ সোনা’ দিয়ে কামাই ও হয় মোটা৷ নিজেদের কোটি কোটি টাকার রোজগারের যোগান যাতে থাকে তার জন্য বালি মাফিয়ারা কোনও কিছু করতেই পিছপা হন না৷ এই বালি মাফিয়াদের কুকীর্তির কথা ফের একবার প্রকাশ্যে এসেছে একটি ভাইরাল ভিডিও-র সুবাদে৷
প্রাণ বাঁচানোর জন্য জেলা খনন দল পালাতে থাকছিল৷
প্রাণ বাঁচানোর জন্য জেলা খনন দল পালাতে থাকছিল৷
advertisement

পটনার বিহটা থানা এলাকার পরেব গ্রামে এই ঘটনা৷ সেখানে লরিতে বালি ওভারলোডিংয় চেকিং করা হয়েছিল৷ ট্রাক চালক এবং বালি মাফিয়াদের নিয়ে ইন্সপেক্টর মহিলা ও তাঁর সাঙ্গপাঙ্গদের ইঁট পাথর ছুঁড়ে রাস্তায় দৌড়াদৌড়ি করায়৷ তাঁদেরকে পেটায় বালি মাফিয়ারা৷

আরও দেখুন

মহিলা ইন্সপেক্টর প্রাণভয়ে দৌড়তে থাকেন৷ কিন্তু দুষ্টু লোকরা দৌড়ে দৌড়ে তাঁকে মারতে থাকে৷ পুরো ঘটনার ভিডিও এই মুহূর্তে ভাইরাল  ভিডিও৷ তবে এই ভাইরাল ভিডিওর সত্যতা নিউজ ১৮ যাচাই করেনি৷

advertisement

দেখে নিন ভাইরাল ভিডিও

জানা গেছে গোপন সূত্র থেকে খবর পেয়ে জেলা খনন বিভাগ মহিলা ইন্সপেক্টর সমস্ত কর্মচারীরা বিহটার পরেব গ্রামের কাছে বালি ওভারলোডিংয়ের বিরুদ্ধে চেকিংয়ের অভিযান চালিয়েছিল৷

আরও পড়ুন -  Knowledge Story: সাপ কি বদলা নেয় ৯০ শতাংশ মানুষকে জিজ্ঞাসা করলে ঠিক উত্তর দিতে পারবে না

advertisement

এই সময়ে ট্রাকতারপ চালকদের সঙ্গে বচসা শুরু হয়৷ এরপরেই ট্রাক চালক জেলা খননের ইন্সপেক্টরদের এবং অন্য কর্মীদের বিহাটা আরা এনএইচে দৌড় করায়৷ সেই সময় তাদের দিকে ইঁট পাথর ছুঁড়ে মারছিল তারা৷ প্রাণ বাঁচানোর জন্য জেলা খনন দল পালাতে থাকছিল৷ সেই সময়ও মানুষ পিটাতে থাকে৷

প্রায় ১৫০ অবধি বালি লোডেড ট্রাক ধরেছিল৷ তাকে ছাড়ানোর জন্য বালি মাফিয়া এবং তার লোক হামলা করলে শুরু করে৷ বালু ঘাটের কাছে খনন মহিলা ইন্সপেক্টর এবং তার দলকে দৌড় করিয়ে মারে৷

advertisement

ফোনে সংবাদদাতা অমরজিৎ শর্মা জানিয়েছেন জেলাধিকারী চন্দ্রশেখর সিং বলেছেন উপদ্রবকারীরা খনন পদাধিকারী এবং ইন্সপেক্টর দল পাগলের মতো করে৷

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

এই মামলার গম্ভীরতা নিয়ে নিজেদের ডিটিও এবং এসডিএম দানাপুরের নেতৃত্বে রিফোর্সমেন্ট দল গেছে এবং ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে৷ এই মামলা দরাজ করা হয়েছে৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Viral Video: মহিলা ইন্সপেক্টরকে পাথর ছুঁড়ে পিটিয়ে মার বালি মাফিয়াদের, তুলকালাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল