বাড়ি পৌঁছে দেওয়ার আগে গোটা রাস্তা তাকে হুমকি দিতে থাকে ওই দুই নাবালক। বললেই তাকে মারধর করা হবে বলে ভয় দেখায়। ১৩ বছরের ছেলে বাড়িতে পৌঁছেই নিজের মাকে সমস্ত ঘটনার কথা জানায়। যৌন হেনস্থা সম্পর্কে বাবা-মাকে সব কথা বলে সে। ছেলেটির বাবার দাবি, 'আমার স্ত্রী যখন ওই দুই নাবালকের বাড়িতে গিয়ে নিজের অভিযোগ জানায়, তাঁকা ওঁর কথা শুনতেও চাননি।'
advertisement
এর পরই পুলিশকে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন তাঁরা। ভারতীয় দণ্ডবিধির ১৭৭ ধারায় জুভেনাইল আদালতে বিকৃত যৌনতার দায়ে মামলা দায়ের করা হয়েছে। যেহেতু ছেলেটি নাবালক তাই পকসো আইনেও মামলা দায়ের হয়েছে। শুক্রবার ছেলেটির বাবা হাসপাতালে নিয়ে গিয়ে তার শারীরিক পরীক্ষা করান।
অন্যদিকে, ইতাহ জেলায় ২৫ বছরের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ৬ বছরের এক মেয়েকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। পুলিশ এই অভিযোগের কথা জানতে পেরে মেয়েটির শারীরিক পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে। মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতেই মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ।