আরও পড়ুন : টেলিভিশনের হিট জুটি বিক্রম-ঐন্দ্রিলার কামব্য়াক, গুঞ্জন স্টুডিও পাড়ায় . . .
বৃহস্পতিবার রাতে দুই ভাইয়ের মধ্যে বচসা বাধে ৷ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে একে অপরকে খুন করে ফেলেন দুই ভাই ৷ দুই ভাইয়ের ঝামেলায় প্রাণ যায় বউদিরও৷
advertisement
আরও পড়ুন : প্রধানমন্ত্রীর চিন সফরের আগেই হংকং থেকে ফেরার নীরব মোদি
ঘটনায় মৃত্যু হয়েছে যশপাল কউর, তাঁর স্ত্রী প্রভাজ্যোৎ কউর ও ছোট ভাই গুরজিতের ৷ জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই দুই ভাই একই আবাসনে থাকতেন ৷ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরেই একে অপরকে খুন করেছেন দুই ভাই ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পারিবারিক অশান্তি নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র তা খতিয়ে দেখা হচ্ছে ৷ প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ খুনের কিনারা করতে আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷