কয়েক মাস আগে পকসো আইনের অন্তর্গত ১২ মাস বছরের শিশুর প্রতি যৌন নির্যাতনের সর্বোচ্চ অপরাধ হিসাবে মৃত্যুর সাজা আইন প্রণয়ন করেছে ৷ এই ধরনের সিদ্ধান্ত রাজস্থানে প্রথম এবং সারা দেশে দ্বিতীয় ৷ এত দ্রুত সাজা আগে কখনও হয়নি ৷ এর আগে মধ্যপ্রদেশেও এমন ঘটনায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একজনকে ৷ ভারতীয় সংবিধানের ৩৬৩, ৩৬৬, ৩৭৬ এ বি ৫ও ৬ পকসো আইনের অন্তর্গত শাস্তি দেওয়া হয়েছিল ৷
advertisement
গত ১০ মে লক্ষ্মণগড় এলাকায় ১৯ বছর বয়সী এক যুবক সাত মাসের একটি দুধের শিশুকে অপহরণ করে ধর্ষণ করেছিল ৷ ঘটনা প্রকাশ্যে আসতে উত্তেজিত জনতা গণপ্রহারও করেছিল ৷ পরে পুলিশ গ্রেফতার করেছে দোষীকে ৷ তবে এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি কিছুটা হলেও অপরাধীদের এই ধরনের ঘৃন্য অপরাধ থেকে বিরত থাকবে ৷
আরও পড়ুন ৪ দিন ধরে বন্দি যুবতীকে লাগাতার গণধর্ষণ করল ৪০ জন, নারকীয় উল্লাস অত্যাচারীদের