তবে নবলিকার পরিবারের সদস্যরা খবর পাওয়ার পরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এরপর ওই নাবালিকা ও যুবককে শিলিগুড়ির এনজেপি স্টেশনে থেকে আটক করে পুলিশ। ঘটনার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, “উত্তর ২৪ পরগণার কাকদ্বীপ এলাকার এক যুবকের সঙ্গে সামাজিক মাধ্যমে পরিচয় হয় ওই নাবালিকার।
advertisement
প্রতিবেশী এক মহিলাই নিজের ফোন দিয়ে দু’জনের সঙ্গে দু’জনের পরিচয় করিয়ে দেন। এরপরই বুধবার ওই নাবালিকাকে নিয়ে যাওয়ার জন্য দিনহাটা আসে ওই যুবক। নাবালিকাকে, যুবকের সঙ্গে বাইরে পাঠানোর ব্যবস্থা করে দেয় সে-ই। ঘটনার খবর জানাজানি হতেই পরিবারের পক্ষ থেকে দিনহাটা থানার পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ খোঁজখবর শুরু করে। তারপর ওই নাবালিকার এক আত্মীয় শিলিগুড়িতে এনজেপি স্টেশনে গিয়ে খোঁজখবর শুরু করলে সেখানেই ওই নাবালিকা উদ্ধার করেন। পুলিশ আটক করেছে ওই যুবককেও। দু’জনকেই উদ্ধার করে দিনহাটায় যাওয়া হয়।
আরও পড়ুনঃ উপকারি বলেই যখন-তখন খাচ্ছেন? অজান্তেই বড় ভুল হচ্ছে, দিনের ‘এই’ সময় কলা খান
নাবালিকার এক নিকট আত্মীয় জানান, “প্রতিবেশীর মহিলার মাধ্যমে নানা ভাবে ফুঁসলিয়ে অপহরণের চেষ্টা করা হয়েছে। গোটা বিষয়টি জানতে পেরেই পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় পুলিশের সঙ্গে। পুলিশি সহায়তায় এনজেপি স্টেশন থেকে তাকে উদ্ধার করা হয়।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন অভিযুক্ত যুবক এবং মিডিলম্যান হিসেবে ওই মহিলাকে আদালতে তোলা হয়। এর পেছনে বড় কোনও নারী পাচারের চক্র কাজ করছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
Sarthak Pandit