চোর সন্দেহে এদের তিনজনকেই ইলেকট্রিক পোষ্টে বেঁধে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে। বারুইপুর থানার পুলিশ। ইতিমধ্যেই ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিজয়, সুব্রত ও জীবন তিনজন পিয়ালি এলাকায় একসঙ্গেই ছিল এদিন।
আরও পড়ুন: এক লটারিতেই ১ কোটি জয় অনুব্রতর! সেই রহস্য-ভেদে এবার আসরে CBI, সংকট চরমে
advertisement
সেখান থেকেই তাঁদের চোর সন্দেহে তুলে নিয়ে যায় বেশ কয়েকজন। এরপর বিদ্যুতের খুঁটিতে বেঁধে চলে বেধড়ক মারধর। দীর্ঘক্ষণ ধরে মারধর চলার পর বারুইপুর থানার পুলিশ খবর পেয়ে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিজয়কে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: দরজা খুলল বিবস্ত্র তরুণী, খাটে পড়ে যুবকের দেহ! সল্টলেকের গেস্ট হাউজে হাড়হিম ঘটনা
অন্যদিকে, গুরুতর জখম সুব্রতর চিকিৎসা চলছে। জীবনের কোনও খোঁজ মেলেনি বলে দাবি পুলিশের। পাশাপাশি পুলিশের দাবি, গোপাল সর্দার নামে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে গত সোমবার রাতে চুরি হয়। বাড়ির অ্যাসবেস্টাস ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে চুরি হয়। সেই ঘটনায় এই তিনজন জড়িত ছিল বলে সন্দেহ গোপাল ও স্থানীয়দের। সেই সন্দেহের জেরেই এই তিন বন্ধুকে বাড়ি থেকে তুলে এনে মারধর করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অর্পণ মণ্ডল