মা হয়েও এমন কথা বলছেন এই বৃদ্ধা৷ ছেলেকে নিয়ে এতটাই বিরক্ত হয়েছেন তিনি ও তাঁর পরিবার৷ ঘটনা অন্ধ্র প্রদেশের৷ ছেলের নাম রবি৷ দীর্ঘদিন ঘরছাড়া সে৷ রবির দাদা জানিয়েছেন যে ক্লাস সেভেনে পড়ার সময় থেকেই রবির অপরাধ প্রবণতা শুরু হয়৷ তখন থেকেই একের পর এক দুষ্কর্ম শুরু করে সে৷
আরও পড়ুন ফের অসহিষ্ণুতার ‘বলি’! চোর সন্দেহে কিশোরকে গণপিটুনি, হাসপাতালে কিশোরের মৃত্যু
advertisement
২০০০ সালে ফুড ইন্সপেক্টর সেজে এক মহিলার থেকে তার সোনার গয়না লুঠ করে সে৷ এই কাণ্ড দিয়েই প্রথমবার থানায় অভিযোগের শুরু হয় রবির নামে৷ এরকম ২৫টি প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ সম্প্রতি এক ২১ বছরের ছাত্রীকে কাজ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে তার নামে৷
Location :
First Published :
July 29, 2019 3:17 PM IST