এ দিনের ঘটনায় এক ট্রাক চালককে গ্রেফতার করা হয়। ধৃতের নাম রশিদ খান। ধৃত চালক দিল্লির বাসিন্দা। যদিও অন্য ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুনঃ 'কমলা'র ছন্দে ছাত্রদের সঙ্গে অধ্যক্ষের তুমুল নৃত্য! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়
প্রসঙ্গত, কয়লার বস্তার আড়ালে পাচার হচ্ছিল কোটি টাকার বার্মা টিক কাঠ। গোপন সূত্রের খবর পেয়ে বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়কের দশদরগা এলাকা থেকে কাঠ ভর্তি দুটি ১৪ চাকার লরি আটক করে বেলাকোবা বন দফতরের কর্মীরা। জানা গিয়েছে, অসম থেকে গুড়গাঁওয়ের উদ্দেশে যাচ্ছিল গাড়ি দুটি। এই ঘটনায় একজন গাড়ি চালককে গ্রেফতার করা হয়। অপর গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয় ।
advertisement
উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় এক কোটি টাকা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, কয়লার বস্তার আড়ালে এই কাঠগুলি পাচার করা হচ্ছিল। অসম থেকে গুরগাঁওয়ের নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলি। ধৃতকে আগামিকাল জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে।
অনির্বাণ রায়