পুলিশের কাছে অনেকদিন ধরেই খবর ছিল যে থানার আশপাশের হোটেলে দেহ ব্যবসা চলছে ৷ এরপর সোমবার রাতে টিম নিয়ে সেখানে আচমকা হানা দেয় পুলিশ ৷
জানা গিয়েছে, দু’বছর আগে রাজপুত হোটেলে চলা সেক্স র্যাকেটের বিষয় সামনে এসেছিল ৷ এর জেরে হোটেল সিল করে দেওয়া হয়েছিল ৷ এরপর গত বছর হোটেল ফের খোলা হয় ৷ পুরো ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ ৷
advertisement
আপাতত ফের হোটেল সিল করে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি হোটেলের ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে ৷ ম্যানেজার ও অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হবে কবে থেকে হোটেলে ফের দেহব্যবসা শুরু হয়েছে ৷ রাজপুত হোটেল ছাড়া আরও বেশ কয়েকটি হোটেলে দেহব্যবসা চলার খবর রয়েছে পুলিশের কাছে ৷
Location :
First Published :
August 18, 2020 8:17 AM IST