লখনৌ এটিএসকে ইতি মধ্যেই সতর্ক করা হয়েছে |গোয়েন্দাদের দাবি, এই ঘটনায় মূলত জাল নোট গুলি নেপাল বর্ডার হয়ে এ রাজ্যতে ঢুকেছিল | এগুলি রিসিভারকে দেওয়ার উদ্দেশ্য নিয়ে আনা হয়েছিল | এই বিপুল পরিমাণ জাল নোট কোথায় কোথায় পৌঁছানোর কথা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে | এই জাল নোট বাঁকুড়াতে এনে কলকাতাতে আনার পরিকল্পনা ছিল কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা | ইতিমধ্যেই কাস্টমস বিভাগের আধিকারিকরা জেরা করে জানার চেষ্টা করবে এই চক্রতে আর কারা জড়িত | ধৃতরা বিহার ও বাঁকুড়ার বাসিন্দা |
advertisement
শুল্ক দফতরের আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে ওই তিন জনকে গ্রেফতার করে বিষ্ণুপুর থেকে | ধৃতদের ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নোট | বিপুল পরিমাণ জাল নোট চক্রে নেপাল যোগ রয়েছে বলে গোয়েন্দাদের দাবি | নেপাল হয়ে এরাজ্যতে কীভাবে ঢুকলো এই জাল নোট তা খতিয়ে দেখা হচ্ছে | লখনৌ ATS-কে ইতিমধ্যেই সম্পূর্ণ তথ্য দিয়ে জানানো হয়েছে | গোয়েন্দারা মনে করছে এই জাল নোট চক্রর জাল বহুদূর বিস্তৃত | এই জাল নোট চক্র কোথায়, কীভাবে বিস্তারলাভ করেছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা |