TRENDING:

Fake Note: নেপাল থেকে রাজ্য ঢুকেছে জাল নোট! প্রায় ছাব্বিশ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার ৩জন

Last Updated:

গোয়েন্দারা মনে করছে এই জাল নোট চক্রর জাল বহুদূর বিস্তৃত |

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  বিপুল পরিমান জাল নোট সহ গ্রেফতার তিন | প্রায় ছাব্বিশ  লক্ষ (২৫ লক্ষ, ৯৭ হাজার ৫০০ টাকা) টাকার জাল নোট সহ গ্রেফতার করা হয়েছে তিন জনকে | গ্রেফতার করেছে  শুল্ক দফতরের আধিকারিকরা |  শুল্ক দফতর সূত্রে খবর, এর পিছনে রয়েছে বড়ো মাথা | যার খোঁজ করছে লখনউ এটিএস | শুল্ক  দফতর সূত্রে খবর, এই জাল নোট এসেছে নেপাল থেকে এ রাজ্যতে | উদ্ধার হওয়া প্রায় ছাব্বিশ  লক্ষ টাকার জাল নোটের মধ্যে  2000 টাকা ও 500 টাকার জাল নোট উদ্ধার হয়েছে |  ধৃত তিনজনের মধ্যে দু’জন বিহারের বাসিন্দা সুধীর কুমার ও অমিত কুমার ও বাকি ১জন বাঁকুড়ার বাসিন্দা সব্যসাচী কর|  এদের মূল মাথা উত্তরপ্রদেশের বাসিন্দা | উদ্ধার হয়েছে  ২৫ লক্ষ, ৯৭ হাজার ৫০০ টাকা যার মধ্যে ২০০০টাকার নোট রয়েছে ১১৩১টি এবং ৫০০ টাকার মোট ৬৭১টি৷ খবর শুল্ক দফতর সূরে৷
advertisement

লখনৌ এটিএসকে ইতি মধ্যেই সতর্ক করা হয়েছে |গোয়েন্দাদের দাবি,  এই ঘটনায় মূলত জাল নোট গুলি নেপাল বর্ডার  হয়ে এ রাজ্যতে ঢুকেছিল | এগুলি রিসিভারকে দেওয়ার উদ্দেশ্য নিয়ে আনা হয়েছিল | এই বিপুল পরিমাণ জাল নোট কোথায় কোথায়  পৌঁছানোর কথা ছিল তা  খতিয়ে  দেখা হচ্ছে |  এই জাল  নোট  বাঁকুড়াতে এনে কলকাতাতে আনার পরিকল্পনা  ছিল কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা | ইতিমধ্যেই  কাস্টমস বিভাগের আধিকারিকরা জেরা করে জানার চেষ্টা করবে এই চক্রতে আর কারা জড়িত  | ধৃতরা বিহার ও বাঁকুড়ার বাসিন্দা  |

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুল্ক  দফতরের আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে ওই  তিন  জনকে গ্রেফতার  করে বিষ্ণুপুর  থেকে | ধৃতদের ব্যাগ  থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল  নোট | বিপুল পরিমাণ জাল নোট চক্রে নেপাল যোগ রয়েছে বলে গোয়েন্দাদের দাবি |   নেপাল হয়ে এরাজ্যতে কীভাবে ঢুকলো এই জাল নোট তা খতিয়ে দেখা হচ্ছে |  লখনৌ  ATS-কে ইতিমধ্যেই  সম্পূর্ণ তথ্য দিয়ে জানানো হয়েছে | গোয়েন্দারা মনে করছে এই জাল নোট চক্রর জাল বহুদূর বিস্তৃত  | এই জাল নোট চক্র  কোথায়,  কীভাবে বিস্তারলাভ করেছে তা খতিয়ে দেখছে তদন্তকারীরা |

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Fake Note: নেপাল থেকে রাজ্য ঢুকেছে জাল নোট! প্রায় ছাব্বিশ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার ৩জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল