TRENDING:

Crime News: ঋণের ফাঁদে স্বামী, চোখের সামনে স্ত্রীকে ধর্ষণ! ভিডিও করে রাখল অভিযুক্ত

Last Updated:

শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে ওই মহিলা এবং তাঁর স্বামী হাদাপসার থানায় মঙ্গলবার অভিযোগ দায়ের করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুণে: ঋণ নিয়ে সময়ে পরিশোধ করতে পারেননি৷ তার জন্য স্বামীর সামনেই ধর্ষণ করা হল স্ক্রীকে৷ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে৷ ইতিমধ্যৈই মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, অভিযুক্তের নাম ইমতিয়াজ শেখ৷ ৪৭ বছর বয়সি ইমতিয়াজের বিরুদ্ধে ৩৪ বছর বয়সি এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ জানা দিয়েছে, ইমতিয়াজ নামে ওই অভিযুক্ত পুণের হাদাপসারের বাসিন্দা নির্যাতিতার স্বামীকে গত ফেব্রুয়ারি মাসে বিনা সুদে চল্লিশ হাজার টাকা ধার দিয়েছিল৷ কিন্তু নির্দিষ্ট সময়ে তা পরিশোধ করতে পারেনি ওই দম্পতি৷ এর পরেই ইমতিয়াজ ওই দম্পতি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে বলে অভিযোগ৷

advertisement

আরও পড়ুন: দু’ ঘণ্টা আলো বন্ধ ছিল কেন…? ফেটে পড়লেন মমতা! বিধানসভায় এবার ‘নন্দীগ্রাম’

ফ্রেব্রুয়ারি মাসেই ইমতিয়াজ ওই দম্পতিকে একটি ফাঁকা জায়গায় ডেকে পাঠায়৷ এর পর তাদের কাছ থেকে বকেয়া টাকা দাবি করে অভিযুক্ত৷ যদিও ওই দম্পতি টাকা দিতে পারেনি৷

অভিযোগ, তখনই ইমতিয়াজ একটি ধারালো ছুরি বের করে নির্যাতিতার স্বামীকে ভয় দেখায়৷ এর পর ওই ব্যক্তির স্ত্রীকে ধর্ষণ করে ইমতিয়াজ৷ নির্যাতনের গোটা পর্ব নিজের মোবাইলে রেকর্ডও করে রাখে সে৷

advertisement

এর পর থেকেই ক্রমাগত ওই নির্যাতিতাকে উত্যক্ত করতে থাকে অভিযুক্ত৷ নির্যাতিতাকে বার বার কুপ্রস্তাব দিতে থাকে সে৷ নির্যাতিতা আপত্তি করায় ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় ইমতিয়াজ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিওয়ালির আগে বড় পদক্ষেপ বালুরঘাট পুরসভার! সরিয়ে দেওয়া হল বাজি বাজার, এবার কোথায় কিনবেন?
আরও দেখুন

শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে ওই মহিলা এবং তাঁর স্বামী হাদাপসার থানায় মঙ্গলবার অভিযোগ দায়ের করেন৷ গতকাল ইমতিয়াজ নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ এর পাশাপাশি অতীতেও অন্য কাউকে ঋণের ফাঁদে ফেলে ইমতিয়াজ এমন কোনও কুকীর্তি করেছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: ঋণের ফাঁদে স্বামী, চোখের সামনে স্ত্রীকে ধর্ষণ! ভিডিও করে রাখল অভিযুক্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল