TRENDING:

প্রসন্ন রায়ের ফের সাত দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত

Last Updated:

প্রসন্ন সিবিআই তদন্ততে সহযোগিতা করছেন না, দাবি সিবিআইয়ের 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের হাতে ধৃত প্রদীপ সিংকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। প্রদীপের বস ছিলেন প্রসন্ন রায় । "বসের "কথাতেই সব কাজ করতেন প্রদীপ, জেরায় সিবিআইয়ের কাছে  দাবি প্রদীপের। সোমবার আলিপুর সিবিআই স্পেশাল ওয়ান কোর্টে সিবিআইয়ের হাতে ধৃত প্রসন্নকে আদালতে পেশ করা হয়। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত ফের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। অর্থাৎ সাত দিনের ফের সিবিআই হেফাজত।
advertisement

অভিযুক্ত প্রসন্নর আইনজীবী সুমিত রায় চৌধুরী আদালতের কাছে জামিনের আবেদন করেন। সিবিআইএর হাতে গ্রেফতার প্রদীপ সিংকে জেরা করে জানা যায় প্রদীপ যার কথাতে কাজ করত সে হল প্রষণ্ণ রায়। প্রদীপের থেকে  বাড়ির ঠিকানা পাওয়ার পর বাড়িতে তল্লাশি করে কিছু ডকুমেন্টস পাওয়া যায়।  প্রসন্নকে বলা হয় সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা জন্য। কিন্তু প্রসন্ন অসহযোগিতা করেছেন বলে দাবি সিবিআইয়ের।  বৃহত্তর ষড়যন্ত্রে সামিল প্রসন্ন। তদন্ততে satisfectory উত্তর দেননি তিনি। তাই গ্রেফতার করা হয়। আগামী ৭ দিনের নিজেদের হেফাজতে জন্য আবেদন করে সিবিআই। কারণ এই অপরাধের সঙ্গে অনেকে যুক্ত। আরও নাম আসতে পারে অনেকের ।

advertisement

আরও পড়ুন দিঘার সৈকতে ভেসে উঠল মৃতদেহ! সমুদ্র শহরে চাঞ্চল্য

চাকরি প্রাথীদের লিস্ট কার নির্দেশে হয়েছিল? কে বানাতে বলেছিলেন ? কত জনের নাম? এসব জানতে সিবিআই কাস্টডি প্রয়োজন। পাল্টা অভিযুক্ত প্রষণ্ণর আইনজীবী  যে কোনও শর্তে আবেদন করেন আদালতে। কারণ উনি সহযোগিতা করেছেন তদন্ততে, এমনই দাবি। সিবিআইএর দাবি অনুসারে, প্রদীপকে জেরা করে প্রসন্ন গ্রেফতার হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলাশয়ে দেশীয় মাছের শত্রুর হানা! খেয়ে সাবাড় করে দিচ্ছে সমস্ত কিছু
আরও দেখুন

দু’পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রসন্ন রায়ের সিবিআই হেফাজতের নির্দেশ দেন।  আলিপুর সিবিআই স্পেশাল ওয়ান কোর্টের বিচারক  শুভার্থী সরকার সেই নির্দেশ দেন। ৪৮ ঘণ্টা অন্তর প্রসন্নর মেডিক্যালের নির্দেশ দেয় আদালত। আইনজীবি সঙ্গে জিজ্ঞাসাবাদের কিছু সময়ে প্রসন্ন দেখা করতে পারবেন সেই অনুমতি দেওয়া হয়। প্রসন্নকে চাপ দিয়ে কোনও কিছু লেখানো বা চাপ না দেওয়া হয় সেটা যেন খেয়াল রাখা হয়। নির্দেশ আদালতের। এরপর প্রসন্নকে আদালত থেকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে।

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
প্রসন্ন রায়ের ফের সাত দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল