শিক্ষকের কাছে রিভলভার বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় হতচকিত পুলিশও। একজন প্রাথমিক শিক্ষক কি করে সঙ্গে রিভলবার থাকতে পারে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষক-সহ ২ জনকে সিউড়ি আদালতে তোলা হলে সিউড়ি আদালত তাদের ২ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে।
advertisement
যদিও সিউড়ি পুলিশের তরফ থেকে সাত দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল। পুলিশ সূত্রে খবর শুধু এই তিনজনই নয় এদের সঙ্গে যুক্ত থাকতে পারে আরো বড় কোনো গ্যাং, যারা বীরভূম বা বীরভূমের বাইরে ডাকাতির সঙ্গে যুক্ত থাকতে পারে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তবে টহলদারি সময় এই ধরনের দুষ্কৃতী ধরা পড়ার ঘটনার পুলিশের তরঅহে টহলদারী বাড়ানো হচ্ছে সিউড়ীর বেশ কিছু এলাকায়। একজন প্রাথমিক শিক্ষক কিভাবে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে তা নিয়ে শিক্ষক মহলে আলোচনা শুরু হয়েছে।
advertisement
Supratim Das
Location :
First Published :
February 06, 2020 10:50 PM IST