গত ৩০ সেপ্টেম্বর ভোর রাতের দিকে হরিদেবপুর থানার পুলিশকর্মীরা এলাকায় টহল দিচ্ছিলেন। সেই সময় তিনজন বয়স্ক মহিলাকে রাস্তায় হাঁটতে দেখে রীতিমতো অবাক হয়ে যান পুলিশকর্মীরা। ওই তিন বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাদের গতিবিধি জানার চেষ্টা করে৷ কিন্তু অসংলগ্ন জবাব দিতে থাকে তিন বৃদ্ধা৷ পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই তিন বৃদ্ধার মধ্যে দু জনের বাড়ি বজবজ এলাকায়।একজনের বাড়ি দক্ষিণ ২৪ পরগণার কুলপি থানার লক্ষীকান্ত পুর এলাকায়।
advertisement
স্বাভাবিক ভাবেই পুলিশ কর্মীদের মনে প্রশ্ন জাগে, অত রাতে তিন বৃদ্ধা কোথায় যাচ্ছিল৷ এই প্রশ্নেরও ঠিকঠাক জবাব দিতে পারেনি তিন জন৷ এর পরেই পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।থানায় নিয়ে গেলে তাদের ব্যাগ থেকে তালা ভাঙার জন্য ব্যবহৃত বড় স্ক্রু ড্রাইভার, শাবল এবং বেশ কিছু রড উদ্ধার করে।পুলিশের সামনে তিনজনই তাদের অপরাধের কথা পুলিশের কাছে স্বীকার করে নেয়। ধৃত তিন মহিলার নাম জাহানারা বিবি (৬৫) হাসিনা বিবি (৫৫)আরজিনা বিবি(৪৮)।
আরও পড়ুন: গভীর রাতে মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা! বেপরোয়া গতির বলি ১, আহত ৪
তদন্তকারীরা তাদের কথা শুনে রীতিমতো তাজ্জব বনে যান। তিনজন মহিলা এই বয়সে রাতের বেলায় দুঃসাহসিক চুরি করতে বেরোতে পারেন, তা যেন বিশ্বাসই হচ্ছে না রেল কর্তাদেরও! সূত্রের খবর, এই সব মহিলারা রাতের বেলা বিভিন্ন বাড়িতে জানালার পাশে কোনও কিছু থাকলে কিম্বা ফাঁকা বাড়ির দরজার তালা ভেঙে চুরি করে নিয়ে পালায়। তবে এই বয়সে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে চাইছে তদন্তকারীরা। ওই বৃদ্ধাদের অন্য কেউ চুরি করতে নামিয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ৷