ইতিমধ্যেই সিআইএসএফের পক্ষ থেকে এনএসসিবিআই থানার হাতে তুলে দেওয়া হয় ওই যাত্রীকে। ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আগ্নেয় অস্ত্র ধারায় মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুনঃ মোকার তাণ্ডবে উত্তাল সমুদ্র! স্নান করতে নেমেছিলেন, তারপর যা ঘটল…! দিঘায় আতঙ্ক
উল্লেখ্য, এর আগেও কলকাতা বিমানবন্দরে একাধিকবার কার্তুজ উদ্ধারের ঘটনা ঘটেছে কিন্তু সেই সমস্ত ক্ষেত্রে বৈধ নথি দেখানোর পরে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এ বার যে কার্তুজ উদ্ধারের ঘটনা ঘটল এখনও পর্যন্ত সেই ব্যক্তি কোনও বৈধ নথি দেখাতে পারেননি। কোথা থেকে তিনি এই কার্তুজ পেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
advertisement
অনুপ চক্রবর্তী
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2023 9:02 PM IST