TRENDING:

Pandua Shootout update: পান্ডুয়ায় শ্যুটআউট, কেন এভাবে খুন বুঝে উঠতে পারছেন না মৃত উদয়নের পরিবার

Last Updated:

শরদিন্দু ঘোষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: প্রতিদিনের মতো গাড়ি নিয়ে ভাড়া খাটতে গিয়েছিলেন। কিন্তু গাড়িতে যাত্রী তুলে যে এভাবে প্রাণ দিতে হবে, তা দুঃস্বপ্নেও কল্পনা করেননি বর্ধমানের খাঁ পাড়ার বাসিন্দা উদয়ন বিশ্বাসের পরিবারের সদস্যরা৷
নিহতের পরিবারে শোকের ছায়া।
নিহতের পরিবারে শোকের ছায়া।
advertisement

পান্ডুয়ায়  শ্যুটআউটের ঘটনায় মৃতের নাম উদয়ন বিশ্বাস ওরফে বিকাশ বিশ্বাস (৫২)। বাড়ি বর্ধমানের নাড়ি খাঁ পুকুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো সকাল ৮টা নাগাদ বের হন উদয়ন বিশ্বাস। পেশায় গাড়ি চালক উদয়ন বর্ধমান স্টেশনে ভাড়ার গাড়ি চালান।সেখান থেকেই ভাড়া নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে। তবে কী কারণে এভাবে খুন হতে হল উদয়নবাবুকে, পরিবারের কাছেও স্পষ্ট নয়। তদন্তের দাবি জানিয়েছে পরিবার।

advertisement

নিহত চালকের স্ত্রী তপস্যা বিশ্বাস বলেন, 'আমরা ভাড়া বাড়িতে থাকি। দু বছর আগে ওই সাদা স্বরপিও গাড়িটি কেনা হয়েছিল। ওই গাড়িভাড়ার আয়েই সংসার চলতো। কারও সঙ্গে কোনও শত্রুতা ছিল না। কেন এমন ঘটল, বুঝে উঠতে পারছি না।'

আরও পড়ুন: সাহিলের ইচ্ছে ছিল নিকিকে গাড়ি থেকে ধাক্কা দেওয়ার, না পেরেই শ্বাসরোধ করে খুনের পর ফ্রিজে দেহ রেখেছিল!

advertisement

মৃত উদয়ন বিশ্বাসের দুই ছেলে। বড় ছেলে খবর পেয়েই পান্ডুয়া রওনা দিয়েছেন। ছোট ছেলে রকি বিশ্বাস বলেন, 'প্রতিদিনের মতো এদিনও বাবা গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল। এমনটা যে ঘটতে পারে ভাবতে পারিনি।'

মঙ্গলবার সাত সকালে হুগলির পান্ডুয়ায় এই  শ্যুটআউটের ঘটনা ঘটেছে৷ গাড়ি করে নিয়ে এসে এক অজ্ঞাত পরিচয়কে জি টি রোডের উপরে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা৷ পরে জানা যায়, গুলিবিদ্ধ ব্যক্তির নাম উদয়ন বিশ্বাস৷ ওই গাড়িটিও তিনিই চালাচ্ছিলেন৷ হাসপাতালে নিয়ে গেলে গুলিবিদ্ধ উদয়নকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ পরে পিছু ধাওয়া করে এক দৃষ্কৃতীকে ধরেও ফেলে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷

advertisement

আরও পড়ুন: টোটো চুরির ঘটনায় চাঞ্চল্য, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি

প্রত্যক্ষদর্শীদের দাবি, এ দিন সকালে হুগলি এবং পূর্ব বর্ধমান জেলার সীমান্তে এই ঘটনা ঘটে৷ সকাল পৌনে আটটা নাগাদ৷ বর্ধমানের দিক থেকে একটি স্করপিও গাড়ি হুগলির দিকে আসে৷ জি টি রোডের উপরেই গাড়ি থেকে উদয়নকে রাস্তার উপরে নামিয়ে গুলি করা হয়৷ গাড়িতে উদয়ন বাদে চার জন ছিল বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা৷ রাস্তার উপরেই লুটিয়ে পড়েন বছর ৫২-র উদয়ন৷

advertisement

গুলি চলার শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা৷ তখনই ওই এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পান্ডুয়া থানার পুলিশ৷ জখম উদয়নকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

ঘটনার পরেই পলাতক দুষ্কৃতীদের খোঁজ শুরু করে পুলিশ৷ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ ধৃতকে জেরা করে বাকি দুষ্কতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বর্ধমান স্টেশন থেকে ব্যান্ডেল যাওয়ার নাম করে উদয়নের গাড়িতে উঠেছিল চার দুষ্কৃতী৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Pandua Shootout update: পান্ডুয়ায় শ্যুটআউট, কেন এভাবে খুন বুঝে উঠতে পারছেন না মৃত উদয়নের পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল