পুলিশ সূত্রে খবর, এদিন আবাসনের ঘরের মধ্যে নিজের ভাইবোনকে খুন করে পার্শ্ববর্তী পুকুরে গিয়ে ডুব দিয়ে নিজেও আত্মহত্যা করেন দাদা। মৃত ভাইবোন বিমল চৌধুরী ও দিদি রানু চৌধুরী। দাদা সজল চৌধুরী ঘরের মধ্যেই তাদের খুন করে বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে পার্শ্ববর্তী পুকুরে ঝাঁপ দেন। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য।
advertisement
আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকা ডাকাতি বাংলায়, আর ডাকাতের পরিচয়? শুনেই চমকে উঠল খোদ পুলিশও
সজল বাবুকে উদ্ধার করে বাড়িতে আনার সময় দেখা যায় বাড়ির ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে ভাই ও বোন। ঘটনাস্থলে পৌঁছে বেলঘড়িয়া থানার পুলিশ ও দমকল। কী কারণে এই কাণ্ড ঘটালেন তিনি! মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে তা তদন্ত করে দেখার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সজলবাবু এ ধরনের ঘটনা ঘটাতে পারেন তা ঘুণাক্ষরেও টের পাননি আশপাশের মানুষজন। রীতিমতো অবাক সকলে।
আরও পড়ুন: শীতের সময় ফুসফুসের আলাদা যত্ন নিচ্ছেন তো? রুক্ষ আবহাওয়ায় বড় ক্ষতি হতে পারে!
কেন তিনি ভাই-বোনকে খুন করলেন? ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। মৃতদেহগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ভাইবোন একটি ঘরের মধ্যেই পড়েছিলেন। কীভাবে খুন করা হল এখনও তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ময়নাতদন্তের পরই গোটা বিষয় পরিষ্কার হবে বলে দাবি পুলিশের।
রুদ্র নারায়ণ রায়