TRENDING:

Newly-Married Couple Found Dead : জানালা দিয়ে উঁকি দিতেই হাড়হিম! রিসেপশনের সকালে নতুন বর কনের নিথর দেহ ভাসছে রক্তের সাগরে

Last Updated:

Newly-Married Couple Found Dead : বাড়িরই একটি ঘরে রিসেপশনের জন্য তৈরি হচ্ছিলেন নবদম্পতি। আচমকাই ওই ঘর থেকে কাহকাশার গলায় তীব্র আর্তনাদ শোনা যায় বলে জানান আসলামের মা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়পুর : বিয়ে হল। কিন্তু তার পর রিসেপশন আর হল না। তার আগেই নতুন বর কনের নিথর দেহ উদ্ধার হল বাড়ির ঘরে। এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ছত্তীসগঢ়ের রাজধানী রায়পুরে। পুলিশ জানিয়েছে স্থানীয় ব্রিজনগর এলাকায় রবিবার বিয়ে হয় আসলাম এবং কাহকাশা বানোর। বিয়ের পর ২৪ বছরের আসলামের বাড়িতে আসেন ২২ বছর বয়সি নববধূ কাহকাশা। মঙ্গলবার ছিল তাঁদের বিয়ের রিসেপশন। বাড়িরই একটি ঘরে রিসেপশনের জন্য তৈরি হচ্ছিলেন নবদম্পতি। আচমকাই ওই ঘর থেকে কাহকাশার গলায় তীব্র আর্তনাদ শোনা যায় বলে জানান আসলামের মা।
মঙ্গলবার ছিল তাঁদের বিয়ের রিসেপশন
মঙ্গলবার ছিল তাঁদের বিয়ের রিসেপশন
advertisement

এর পর ঘরের বাইরে থেকে বার বার তাঁদের নাম ধরে ডাকা হয়। কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি। ঘরের দরজাও ছিল বন্ধ। এর পর ঘরের জানালা দিয়ে উঁকি দেন পরিজনরা। দেখা যায়, রক্তের সাগরে পড়ে আছেন নতুন বর ও কনে। এর পরই খবর দেওয়া হয় পুলিশে।

আরও পড়ুন :  মূল্য ৯০ লক্ষ! মহার্ঘ্য মার্সিডিজ বেঞ্জ কিনলেন 'এমবিএ চাওয়ালা' প্রফুল্ল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে পুলিশ উদ্ধার করে ছুরিকাঘাতে নিথর দুটি দেহকে। পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থল থেকে ছুরিটিও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পলিশের ধারণা, কোনও বিষয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করে। ঝগড়ার মাঝেই কাহকাশাকে ছুরি দিয়ে আসলাম আঘাত করে বলে অভিযোগ। তার পর নিজেও আত্মঘাতী হয়। তদন্তের পরবর্তী ধাপে আরও ধোয়াঁশা কাটবে বলে মনে করা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Newly-Married Couple Found Dead : জানালা দিয়ে উঁকি দিতেই হাড়হিম! রিসেপশনের সকালে নতুন বর কনের নিথর দেহ ভাসছে রক্তের সাগরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল