এর পর ঘরের বাইরে থেকে বার বার তাঁদের নাম ধরে ডাকা হয়। কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি। ঘরের দরজাও ছিল বন্ধ। এর পর ঘরের জানালা দিয়ে উঁকি দেন পরিজনরা। দেখা যায়, রক্তের সাগরে পড়ে আছেন নতুন বর ও কনে। এর পরই খবর দেওয়া হয় পুলিশে।
আরও পড়ুন : মূল্য ৯০ লক্ষ! মহার্ঘ্য মার্সিডিজ বেঞ্জ কিনলেন 'এমবিএ চাওয়ালা' প্রফুল্ল
advertisement
ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে পুলিশ উদ্ধার করে ছুরিকাঘাতে নিথর দুটি দেহকে। পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থল থেকে ছুরিটিও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পলিশের ধারণা, কোনও বিষয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করে। ঝগড়ার মাঝেই কাহকাশাকে ছুরি দিয়ে আসলাম আঘাত করে বলে অভিযোগ। তার পর নিজেও আত্মঘাতী হয়। তদন্তের পরবর্তী ধাপে আরও ধোয়াঁশা কাটবে বলে মনে করা হচ্ছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2023 3:57 PM IST
