TRENDING:

Crime News: নরেন্দ্রপুরে উদ্ধার বিবস্ত্র, বেহুঁশ তরুণী! গণধর্ষণে অভিযুক্ত হবু স্বামী, দেওর

Last Updated:

সাবির শেখ নামে এক যুবকের সঙ্গে ওই তরুণীর বিয়ে ঠিক হয়। অভিযোগ, বিয়ে ঠিক হওয়ার পরই তরুণীর বিশ্বাসের সুযোগ নিয়ে বিভিন্ন জায়গা থেকে ঋণ নেয় ওই যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অর্পণ মণ্ডল, বারুইপুর: বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। তাই হবু স্বামীকে বিশ্বাস করেছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা এক তরুণী। কিন্তু সেই বিশ্বাসের যে এত বড় মাশুল দিতে হবে তা ভাবতে পারেননি তিনি! শেষ পর্যন্ত বিবস্ত্র এবং অচৈতন্য় অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করা হয় দক্ষিণ চব্বিশ পরগণার নরেন্দ্রপুর এলাকা থেকে। তরুণীর অভিযোগ, তাঁকে গণধর্ষণ করে খুনের চেষ্টা করে হবু স্বামী এবং তার ভাই। অভিযুক্ত দু' জনকেই খুঁজছে পুলিশ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

জানা গিয়েছে, সাবির শেখ নামে এক যুবকের সঙ্গে ওই তরুণীর বিয়ে ঠিক হয়। অভিযোগ, বিয়ে ঠিক হওয়ার পরই তরুণীর বিশ্বাসের সুযোগ নিয়ে বিভিন্ন জায়গা থেকে ঋণ নেয় ওই যুবক। হবু স্ত্রীর মৃত্য়ু হলে লোন শোধ করতে হবে না, এই ধারণা থেকেই তাঁকে মেরে ফেলার চক্রান্ত করে অভিযুক্ত।

আরও পড়ুন: পঞ্চম শ্রেণির পড়ুয়াকে দোতলা থেকে ছুড়ে ফেললেন শিক্ষিকা! দিল্লির স্কুলে নৃশংসতা

advertisement

তরুণীর বয়ান অনুযায়ী, প্রথমে ট্রেনে করে তরুণীকে কলকাতায় নিয়ে আসে ওই যুবক এবং তার ভাই। নির্যাতিতার অভিযোগ, ট্রেনে ওঠার পরেই খাবারের সঙ্গে কিছু মিশিয়ে তাঁকে বেহুঁশ করে দেওয়া হয়। এর পর ট্রেন শিয়ালদহে পৌঁছলে আবারও তাঁকে কিছু খাইয়ে অচেতন করে দেওয়া হয়।

তরুণীর অভিযোগ, অচেতন অবস্থাতেই কোনও একটি গোপন আস্তানায় নিয়ে গিয়ে হবু স্বামী এবং তার ভাই মিলে তাঁকে গণধর্ষণ করে। গোটা শরীরে সিগারেটের ছ্য়াঁকাও দিয়ে দেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

বেহুঁশ ও বিবস্ত্র অবস্থায় নরেন্দ্রপুর থানা এলাকার নতুনহাটে রাস্তার পাশে তরুণীকে ফেলে পালিয়ে যায় দুই অভিযুক্ত। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রথমে সোনারপুর গ্রামীণ হাসপাতাল ও পরে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। ঘটনার পর থেকে পলাতক দুই অভিযুক্ত। ঘটবার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: নরেন্দ্রপুরে উদ্ধার বিবস্ত্র, বেহুঁশ তরুণী! গণধর্ষণে অভিযুক্ত হবু স্বামী, দেওর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল