পরিবার নিয়েই হাতিয়ারার সর্দার পাড়ায় থাকেন বিনোদ কুমার গড় এবং সঞ্জয় কুমার গড় নামে পেশায় ব্যবসায়ী দুই ভাই৷ মূলত ধাতব জিনিসের ব্যবসা করেন তাঁরা৷ এ দিন বিকেলেও দুই ভাইয়ের কেউই বাড়িতে ছিলেন না৷ বিকেল চারটে নাগাদ ওই পরিবারের পরিচারিকাই বাড়ির সিঁড়িতে একটি প্লাস্টিকের টিফিন বক্স পড়ে থাকতে দেখেন৷ সেলোটেপ দিয়ে আটকানো টিফিন বক্সের ভিতর থেকে তার বেরিয়ে ছিল৷ ঘাবড়ে গিয়ে পরিবারের বাকি সদস্যদের বিষয়টি জানান ওই পরিচারিকা৷ বাকিরা বেরিয়ে এসে দেখেন টিফিন বক্সের পাশেই একটি চিঠিও পড়ে রয়েছে৷
advertisement
আরও পড়ুন: নীচের তলায় খুন হলে সিঁড়ির বাঁদিকের রেলিংয়ে রক্তের দাগ কেন? ব্যবসায়ী-খুনে এখনও একাধিক ধোঁয়াশা
সেই চিঠি খুলে দেখা যায়, পঁচিশ লক্ষ টাকা চেয়ে ওই পরিবারকে হুমকি দেওয়া হয়েছে৷ চিঠিতে লেখা হয়েছে, পঁচিশ লক্ষ টাকা না দিলে মোবাইলের সাহায্যে প্লাস্টিকের টিফিন বক্সের মধ্যে থাকা বোমায় বিস্ফোরণ ঘটিয়ে ওই বাড়ি উড়িয়ে দেওয়া হবে৷ চিঠিতে লেখা হয়, পঁচিশ লক্ষ টাকা স্থানীয় শুলংগুড়ি অটো স্ট্যান্ডের কাছে একটি ফাঁকা জায়গায় সন্ধের মধ্যে রেখে আসতে হবে৷ টাকা রেখে ফেরার সময় পিছন দিকে ফিরে না তাকাতেও বলা হয় চিঠিতে৷ টাকা রেখে আসার আধ ঘণ্টা পর ওই টিফিন বক্সটি পুকুরে ফেলে দেওয়ার কথাও বলা হয় চিঠিতে৷
এই হুমকি চিঠি পেয়ে আরও আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের মহিলা সদস্যরা৷ খবর পেয়ে বাড়ি ফিরে আসেন দুই ভাই বিনোদ এবং সন্তোষ গড়৷ এর পরই খবর দেওয়া হয় ইকো পার্ক থানায়৷ বাড়ি ছেড়ে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন পরিবারের সদস্যরা৷
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইকো পার্ক থানার পুলিশ৷ বিধাননগর থেকে এসে পৌঁছয় বম্ব স্কোয়াডও৷ সত্যিই ওই টিফিন বক্সের মধ্যে বোমা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে৷
Anup Chakraborty