TRENDING:

Crime news: পাঁচ তলা থেকে পড়ে বিমানসেবিকার রহস্যমৃত্যু, গ্রেফতার প্রেমিক! খুনের অভিযোগ পরিবারের

Last Updated:

আদতে হিমাচলের বাসিন্দা অর্চনার সঙ্গে কেরলের বাসিন্দা আদেশের পরিচয় হয়েছিল একটি ডেটিং অ্যাপের মাধ্যমে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: পাঁচ তলার বারান্দা থেকে পড়ে গিয়ে এক বিমানসেবিকার রহস্য মৃত্যু৷ আর এই ঘটনায় বিমান সেবিকার প্রেমিককে গ্রেফতার করল পুলিশ৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর কোরামঙ্গলাতে৷
নিহত অর্চনার মায়ের অভিযোগ, মেয়েকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে৷
নিহত অর্চনার মায়ের অভিযোগ, মেয়েকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে৷
advertisement

নিহত ওই বিমানসেবিকার নাম অর্চনা ধিমান৷ নিজের প্রেমিকের সঙ্গে দেখা করবেন বলেই দুবাই থেকে বেঙ্গালুরুতে এসেছিলেন অর্চনা৷ শুক্রবার গভীর রাতে বেঙ্গালুরুর একটি আবাসনের পাঁচ তলা থেকে নীচে পড়েন অর্চনা৷ যখন এই দুর্ঘটনা ঘটে, তখন অর্চনার প্রেমিক আদেশ ওই ফ্ল্যাটের ভিতরেই ছিলেন৷ তিনিই ঘটনার কথা পুলিশকে জানান৷

আরও পড়ুন: রাত সাড়ে দশটায় মোবাইলে এসএমএস, ফাঁদ পা দিলেন অভিনেত্রী নাগমা! মুহূর্তে সর্বনাশ

advertisement

ঘটনার তিন দিন পর পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার আদেশের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ৷ অর্চনার বাবার অভিযোগের ভিত্তিতে আদেশকে গ্রেফতার করে পুলিশ৷ অর্চনার পরিবারের অভিযোগ, আদেশই ওই তরুণীকে খুন করেছেন৷

আরও পড়ুন: প্রতিবেশীর কুপ্রস্তাবে না গৃহবধূর, চরম রাগে বাড়িতেই আক্রমণ, ক্ষতি হল বিস্তর

পুলিশ জানিয়েছে, আদতে হিমাচলের বাসিন্দা অর্চনার সঙ্গে কেরলের বাসিন্দা আদেশের পরিচয় হয়েছিল একটি ডেটিং অ্যাপের মাধ্যমে৷ গত ছ' মাস ধরে দু জনের মধ্যে সম্পর্ক ছিল৷ কর্মসূত্রে অর্চনা থাকতেন দুবাইয়ে৷ একটি নামী বিমান সংস্থায় চাকরি করতেন তিনি৷ আদেশ বেঙ্গালুরুতেই থাকতেন৷ তবে সুযোগ পেলেই মাঝেমধ্যে দেখা করতেন দু' জনে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

প্রাথমিক ভাবে পুলিশ অবশ্য জানিয়েছিল, পাঁচতলার বারান্দা থেকে পা ফস্কেই নীচে পড়ে যান অর্চনা৷ যদিও পরে অর্চনার পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা অন্য দিকে মোড় নেয়৷ ওই আবাসনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে৷ পাশাপাশি, ময়নাতদন্ত রিপোর্টে কী আসে, তাও খতিয়ে দেখছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime news: পাঁচ তলা থেকে পড়ে বিমানসেবিকার রহস্যমৃত্যু, গ্রেফতার প্রেমিক! খুনের অভিযোগ পরিবারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল