TRENDING:

রক্তে ভাসছে ঘর! বেডরুমে দুটি দেহ, বাথরুমে আরও দুটো, সাংঘাতিক হত্যাকাণ্ড

Last Updated:

রাগে ওই যুবক এমন কাণ্ড ঘটাবে, কিছুতেই বুঝে উঠতে পারেননি কেউ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মাদকের নেশায় কাবু যুবক। পরিবারের লোকেরা কিছুতেই নেশা করতে দিতেন না। সেই রাগে ওই যুবক এমন কাণ্ড ঘটাবে, কিছুতেই বুঝে উঠতে পারেননি কেউ। মাদকের নেশা না করতে দেওয়ায় এক যুবক হত্যা করেছে নিজের ঠাকুরমা, মা, বোন এবং বাবাকে। ইতিমধ্যে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা দিল্লির পালাম এলাকার।
Representational Image
Representational Image
advertisement

পুলিশ জানিয়েছে, কেশব নামে ওই যুবক দীর্ঘদিন নেশামুক্তি কেন্দ্রে ছিল। সেখান থেকে ছাড়া পেয়েও কোনও বদল আসেনি তার মধ্যে। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে প্রায়ই সমস্যা হত। কেশবের এক আত্মীয় প্রথমে পুলিশকে খবর দেয়। জানায়, কেশব বাড়ির সবাইকে মারধর করছে। পুলিশ তারপরে কেশবের বাড়িতে আসে। সেখান প্রথমে শৌচাগারে দুটি দেহ উদ্ধার করে। পরে বেডরুম থেকেও আরও দুটি দেহ উদ্ধার করে পুলিশ।

advertisement

আরও পড়ুন, বড় বিপদের আশঙ্কা? সমুদ্র তীরে কোথা থেকে এল এই প্রাণী, শুরু চর্চা

ওই আত্মীয় জানান, কেশবের বোন প্রথমে তাঁকে ফোন করে সাহায্যের জন্য আবেদন করেন। ওই আত্মীয় কেশবের বাড়িতে যেতেই সেখান থেকে চিৎকারের শব্দ পায়। এর পরেই পুলিশে খবর দেয় ওই আত্মীয়। পুলিশ আসতেই কেশব বাড়ি থেকে পালাতে চেষ্টা করে। যদিও তাকে হাতেনাতে ধরে নেয়।

advertisement

আরও পড়ুন, নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ, সচিবকে 'জেলে'র হুঁশিয়ারি বিচারপতির

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

জেরায় কেশব জানিয়েছে, বাড়ির লোকের তাকে কিছুতেই মাদকের নেশা করতে দিত না। সেই রাগেই বাড়ির সকল সদস্যকে হত্যা করেছে সে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলা খবর/ খবর/ক্রাইম/
রক্তে ভাসছে ঘর! বেডরুমে দুটি দেহ, বাথরুমে আরও দুটো, সাংঘাতিক হত্যাকাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল