আহত ব্যক্তিকে মুম্বইয়ের কুপার হাসপাতালে (Cooper Hospital) নিয়ে যাওয়া হয়৷ শুরু হয় চিকিৎসা৷ তবে শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে মৃত্যু হয় তার৷ এই ঘটনায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ এনেছে মুম্বই পুলিশ (Mumbai Police)৷ অভিযোগে উল্লখ করা হয়েছে যে, অমনযোগী হয়ে বেশি গতিতে গাড়ি চালানোর জন্য মৃত্যুর হয়েছে রাজেশের৷
আরও পড়ুন Akshay Kumar mother dead: অক্ষয় কুমারের মায়ের মৃত্যু, 'বুকের ভিতরটা ফেটে যাচ্ছে', জানালেন অভিনেতা
advertisement
যদিও অভিনেতা রজত বেদির (Rajat Bedi Manager) ম্যানেজার জানিয়েছেন যে, এই ঘটনা খুবই দুঃখজনক৷ তবে রজত বেশ সচেতন ভাবেই গাড়ি চালাচ্ছিলেন৷ গাড়ির গতিও বেশি ছিল না৷ মদ্যপ অবস্থায় রাজেশই গাড়ির সামনে চলে আসেন৷ নিজেকে সামলাতে না পেড়ে গাড়ির সামনে লুটিয়ে পড়েন তিনি৷ ঘটনার পরপরই আহত রাজেশকে কুপার হাসপাতালে নিয়ে যান অভিনেতা৷ চিকিৎসা শুরু ব্যবস্থাও (Road accident) করা হয়৷ রাত সাড়ে ৩টে নাগাদ রক্তের ব্যবস্থা করা হয়৷ সব রকমভাবে আহতের পরিবারকে সাহায্য করেন রজত৷ তবে শেষ রক্ষা হয়নি৷
ঘটনার দিন, প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রজতের গাড়ি রাজেশকে ধাক্কা দেওয়ার পরপরই তাকে নিজের গাড়িতে তুলে নেন অভিনেতা৷ সরাসরি তাকে নিয়ে যাওয়া হয় কুপার হাসপাতালে৷ সেখানে চিকিৎসকরা জানান যে আহতের অবস্থা সংঙ্কটজনক, তবে স্থিতিশীল৷
আরও পড়ুন Bigg Boss OTT: বিতর্কের মাঝেই Bigg Boss হাউসে এবার চিড় ধরছে সম্পর্কেও! কী চলছে প্রতিযোগীদের মধ্যে?
এরপর অভিনেতা নিজেই যান ডিএন নগর পুলিশ স্টেশনে (DN Nagar Police Station)৷ ঘটনার কথা উল্লেখ করেন তিনি এবং জানান যে আহত মদ্যপ অবস্থায় ছিলেন৷ CCTV-র ফুটেজ দেখে ঘটনাটি বোঝার চেষ্টা করছে পুলিশ৷ স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা৷
বলিউডের বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে রজত বেদিকে (Rajat Bedi Bollywood)৷ এর মধ্যে উল্লেখযোগ্য ছবি হিরো, লাভ স্টোরি অফ আ স্পাই (Hero: Love story of a spy)৷ সানি দেওলের সঙ্গে সেই ছবিতে কাজ করেছিলেন রজত৷ এর পাশাপাশি হৃতিক রোশন-প্রীতি জিন্টার ছবি কোই মিল গেয়া(Koi..Mil Gaya) ছবিতেও তিনি ছিলেন খলনায়কের ভূমিকায়৷