TRENDING:

অভিনেতার গাড়ির তলায় পড়ে মৃত্যু এক বস্তিবাসীর, ব্যস্ত রাস্তায় চাঞ্চল্য

Last Updated:

অভিনেতার (Rajat Bedi) বিরুদ্ধে অভিযোগ তিনি জোরে গাড়ি চালাচ্ছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউড অভিনেতার গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল৷ ছবি এবং টেলিভশনের জনপ্রিয় অভিনেতা রজত বেদি (Actor Rajat Bedi Hit and Run case) ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ যে, তিনি খুব জোরে এবং অসতর্ক ভাবে গাড়ি চালাচ্ছিলেন (Rajat Bedi hits one in Mumbai)৷ যার ফলে তাঁর গাড়িতে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক মুম্বইবাসীর৷ সোমবার ঘটনাটি ঘটে অন্ধেরি ওয়েস্টের (Andheri west) শীতলাদেবী টেম্পল রোডের ব্যস্ত রাস্তায়৷ সন্ধের সময় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা, তাঁর গাড়ির সামনে চলে আসেন স্থানীয় রাজেশ বৌধ (৩৯)৷ সজোরে ধাক্কা লাগে তার৷ গুরুতর ভাবে আহত হন রাজেশ (Slum dweller accident)৷
advertisement

আহত ব্যক্তিকে মুম্বইয়ের কুপার হাসপাতালে (Cooper Hospital) নিয়ে যাওয়া হয়৷ শুরু হয় চিকিৎসা৷ তবে শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে মৃত্যু হয় তার৷ এই ঘটনায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ এনেছে মুম্বই পুলিশ (Mumbai Police)৷ অভিযোগে উল্লখ করা হয়েছে যে, অমনযোগী হয়ে বেশি গতিতে গাড়ি চালানোর জন্য মৃত্যুর হয়েছে রাজেশের৷

আরও পড়ুন Akshay Kumar mother dead: অক্ষয় কুমারের মায়ের মৃত্যু, 'বুকের ভিতরটা ফেটে যাচ্ছে', জানালেন অভিনেতা

advertisement

যদিও অভিনেতা রজত বেদির (Rajat Bedi Manager) ম্যানেজার জানিয়েছেন যে, এই ঘটনা খুবই দুঃখজনক৷ তবে রজত বেশ সচেতন ভাবেই গাড়ি চালাচ্ছিলেন৷ গাড়ির গতিও বেশি ছিল না৷ মদ্যপ অবস্থায় রাজেশই গাড়ির সামনে চলে আসেন৷ নিজেকে সামলাতে না পেড়ে গাড়ির সামনে লুটিয়ে পড়েন তিনি৷ ঘটনার পরপরই আহত রাজেশকে কুপার হাসপাতালে নিয়ে যান অভিনেতা৷ চিকিৎসা শুরু ব্যবস্থাও (Road accident) করা হয়৷ রাত সাড়ে ৩টে নাগাদ রক্তের ব্যবস্থা করা হয়৷ সব রকমভাবে আহতের পরিবারকে সাহায্য করেন রজত৷ তবে শেষ রক্ষা হয়নি৷

advertisement

ঘটনার দিন, প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রজতের গাড়ি রাজেশকে ধাক্কা দেওয়ার পরপরই তাকে নিজের গাড়িতে তুলে নেন অভিনেতা৷ সরাসরি তাকে নিয়ে যাওয়া হয় কুপার হাসপাতালে৷ সেখানে চিকিৎসকরা জানান যে আহতের অবস্থা সংঙ্কটজনক, তবে স্থিতিশীল৷

আরও পড়ুন Bigg Boss OTT: বিতর্কের মাঝেই Bigg Boss হাউসে এবার চিড় ধরছে সম্পর্কেও! কী চলছে প্রতিযোগীদের মধ্যে?

advertisement

এরপর অভিনেতা নিজেই যান ডিএন নগর পুলিশ স্টেশনে (DN Nagar Police Station)৷ ঘটনার কথা উল্লেখ করেন তিনি এবং জানান যে আহত মদ্যপ অবস্থায় ছিলেন৷ CCTV-র ফুটেজ দেখে ঘটনাটি বোঝার চেষ্টা করছে পুলিশ৷ স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বলিউডের বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে রজত বেদিকে (Rajat Bedi Bollywood)৷ এর মধ্যে উল্লেখযোগ্য ছবি হিরো, লাভ স্টোরি অফ আ স্পাই (Hero: Love story of a spy)৷ সানি দেওলের সঙ্গে সেই ছবিতে কাজ করেছিলেন রজত৷ এর পাশাপাশি হৃতিক রোশন-প্রীতি জিন্টার ছবি কোই মিল গেয়া(Koi..Mil Gaya) ছবিতেও তিনি ছিলেন খলনায়কের ভূমিকায়৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
অভিনেতার গাড়ির তলায় পড়ে মৃত্যু এক বস্তিবাসীর, ব্যস্ত রাস্তায় চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল