ধৃত পাচারকারীর নাম শরিফ গাজী, বাড়ি স্বরূপনগরের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি এলাকায়। এদিন সে বাইকে করে রুপোর গয়না বাংলাদেশে সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিল।
সেইসময় হাকিমপুর চেকপোস্টে কর্তব্যরত ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। তল্লাশি চালাতেই মোটর বাইকের ভিতর থেকে বেরিয়ে আসে চার কেজির রুপোর গয়না। যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। বিএসএফ পাচারকারীকে আটক করে।
advertisement
এই রুপোর গয়নাগুলি বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল বলে প্রাথমিক অনুমান বিএসএফের। পাচারকারী সহ উদ্ধার হওয়া রুপোর গয়নাগুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। বাইকটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে।
জুলফিকার মোল্যা
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2023 9:00 PM IST






