পুলিশ প্রথমে ওই ব্যক্তির ঠাকানা জোগাড় করে। তার পরে ওই ব্যক্তির বাড়িতে যায় পুলিশ। সেখানে এক মহিলাকে মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশ। ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই তদন্তে নাম পুলিশ।
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম যোগেশ কুমার। দিল্লির সুশীলা গার্ডেন এলাকার বাসিন্দা যোগেশ আর্থিক সমস্যায় ভুগছিল। তা ঘিরে সাংসারিক অশান্তি ছিল। সম্প্রতি তার স্ত্রী বেশ কিছু টাকা ধার নেন। কিন্তু সেই বিষয়টি মোটেও পছন্দ হয়নি যোগেশের।
advertisement
আরও পড়ুন, বিশ্বকাপে বিরাট অঘটন! আর্জেন্টিনা হেরে গেল সৌদির কাছে, হতাশ মেসি
এরপরেই স্বামী এবং স্ত্রীয়ের মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ ঝগড়ার সময়ে নিজের স্ত্রীকে হত্যা করে যোগেশ। তারপরেই পুলিশে খবর দেয়। প্রথমে পুলিশ যোগেশের ফোনে হতবাক হয়ে যায়। কারণ অনেক সময়েই ভুয়ো ফোন আসে পুলিশের কাছে। এর পরে ফোনের সত্যতা জানতে যোগেশের ঠিকানা জোগাড় করে পুলিশ। তার বাড়িতে পা রাখতেই চোখ কপালে ওঠে পুলিশের।
আরও পড়ুন, বড় চাল অনুব্রতর, দিল্লি যাত্রা আটকাতে কেষ্টর হয়ে আদালতে কপিল সিব্বল
বাড়ির ভিতরে এক মহিলাকে পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। যোগেশকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
