SCPCR পরিদর্শন টিমের মেম্বার নিবেদিতা শর্মা জানান, "পরিদর্শনের সময় স্কুলে গ্যাস সিলিন্ডার এবং মদের বোতল, কন্ডোম উদ্ধার হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে৷" ইতিমধ্যেই ঘটনাটি জেলা কালেক্টরকে জানানো হয়েছে। স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। আবগারি দফতরের পক্ষ থেকেও অধ্যক্ষের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুনঃ সকাল থেকে মেঘলা আকাশ, দুপুর গড়ালেই তুমুল ঝড়বৃষ্টি জেলায় জেলায়, জানুন পূর্বাভাস
advertisement
নিবেদিতা আরও জানান, "পরিদর্শনের জন্য স্কুলে পৌঁছে লাইব্রেরির পাশে থাকা এই ঘরে ঢুকে হতবাক হয়ে যাই সকলে। স্কুলের দুটি কোণ ভিতর থেকে সংযুক্ত ছিল৷ ঘরটি থেকে ১৫টি বিছানা মিলেছে। সেলখানে যে কেউ বা কারা নিয়মিত থাকতেন তা স্পষ্ট। তবে কে বা কারা থাকত, তা এখনও জানা জায়নি। কারণ সেখানে কোনও সিসি ক্যামেরা নেই।"
আরও পড়ুনঃ এক কোয়া রসুনেই তোলপাড় জীবন! লাল কাপড় মুড়ে শুধু রাখতে হবে বাড়ির 'এই' জায়গায়
প্রশ্ন উঠছে, যখন বিল্ডিংয়ের অন্যান্য জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, কেন সেই নির্দিষ্ট অংশটি বাদ দেওয়া হল। তবে অধ্যক্ষের কথায় তিনি সেখানে থাকেন না। তাহলে কারা থাকেন সেই ঘরে? কেন সেখানে ১৫টি শয্যা রয়েছে? কেন সিসি ক্যামেরা লাগানো হয়নি? উল্লেখ্য, ওই ঘরের সঙ্গে ছাত্রীদের ক্লাসরুমের যাওয়ার সরাসরি প্রবেশ পথ রয়েছে বলেও জানা গিয়েছে।
নিবেদিতা জানান, যে স্কুল ক্যাম্পাসে মদ একেবারেই অনুমোদিত নয়। "এটি আইনের লঙ্ঘন। কেউ এত পরিমাণ মদ রাখতে পারবে না৷ এই বিষয়টিও বেআইনি হওয়ায় আবগারি দফতর বিষয়টি নিয়ে ব্যবস্থা নিচ্ছে।তবে শুধু মদ বা কন্ডোম নয়। একটি বিশেষ ধর্ম প্রচারের প্রচুর বউ উদ্ধার হয়েছে তল্লাশিতে, যা নিয়ে বেশ চিন্তিত প্রশাশনের কর্তারা।