জম্মু-কাশ্মীর পুলিশের তরফে ট্যুইট করে বলা হয়েছে, 'শ্রীনগরের পুলিশের উপর জঙ্গিরা হামলা চালায়। পুলিশ পাল্টা হামলা করে। এনকাউন্টারের সময় এক জঙ্গিকে খতম করা হয়েছে। আরেকজন পালিয়ে গিয়েছে। প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় জানা গিয়েছে।' পুলিশের দাবি, নিহত জঙ্গির নাম আকিব বাশির কুমার, শোপিয়ানের ট্রেনজের বাসিন্দা। লস্কর-এ-তৈবার সঙ্গে যোগ ছিল আকিবের।
বৃহস্পতিবারই শ্রীনগরের ইদগাহ এলাকার গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল-এ (Srinagar Attack) জঙ্গিহামলা চলে। এর দু'দিন আগেই তিন সাধারণ নাগরিক নিহত হন জঙ্গিদের গুলিতে। এই ঘটনায় ওই এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে ৷ কারা এই ঘটনা ঘটাল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে যে, শিক্ষক একজন কাশ্মীরি পণ্ডিত এবং শিক্ষিকা শিখ সম্প্রদায়ের৷
চলতি বছরে এখনও পর্যন্ত জঙ্গিদের হাতে জম্মু-কাশ্মীরে ২৩ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তার মধ্যে শ্রীনগরে আট জন, পুলওয়ামা ও অনন্তনাগে চার জন করে, কুলগামে তিন জন, বারামুল্লায় দু'জন এবং বদগাম ও বান্দীপোরাতে এক জন করে নিহত হয়েছেন।
আরও পড়ুন: গুলির নিশানায় শিক্ষক! শ্রীনগরে স্কুলে ঢুকে গুলিবর্ষণ জঙ্গিদের, ফের রক্তাক্ত কাশ্মীর...