TRENDING:

হরিয়ানার এটিএম ব্রেকারের পর এবার গুজরাতি ছিনতাইবাজদের হামলা শহর জুড়ে ! 

Last Updated:

বাসে আপনার পাশেই দাঁড়িয়ে থাকা সুশ্রী মহিলারাই যেকোনো মুহূর্তে লুঠ করতে পারে সর্বস্ব !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হরিয়ানার এটিএম চোর গাঙের পর এবার গুজরাতের মহিলা ছিনতাইবাজদের হানা | ভিড় বাসে আপনার পাশেই দাঁড়িয়ে থাকা মাথায় সালোয়ারের ওড়না বা সারির ঘোমটা দেওয়া মহিলাই যে কোনও মুহূর্তেই গায়েব করে দিতে পারে আপনার মানি ব্যাগ বা আপনার কাঁধে খোলানো থলি থেকে সর্বস্ব ৷
advertisement

সুক্ষ্ম হাতের ছোয়ায় আপনার কাঁধে ঝোলানো বাগে ব্লাড দিয়ে কেটে বার নেবে ব্যাগের ভিতরে থাকা পার্স ও গুরুত্বপূর্ণ সামগ্রী ৷ হাওড়া সিটি পুলিশের শিবপুর থানা এমনিই এক অভিযোগ পেয়ে তদন্তে নেমে হদিস পেল এরকম দুই গুজরাতি মহিলার  ছিনতাইবাজের ৷ দু’জনকেই গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ৷

advertisement

পুলিশের ধারণা এই ধরণের একটি গ্যাং হাওড়া কলকাতা ও শিয়ালদহ এলাকায় কাজ চালাচ্ছে ৷ এই দু’জনকে জিজ্ঞাসাবাদ করে এই গ্যাঙের সঙ্গে আর কে কে আছে, তার খোঁজ চালাবে পুলিশ ৷ দরকারে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের ৷ হাওড়ার শিবপুর থানায় কৃষ্ণা মালাকার নামের এক মহিলা অভিযোগ দায়ের করেন, কৃষ্ণাদেবীর দাবি আন্দুল হাঁসখালি পোল এলাকা থেকে শিবপুর বাজার এলাকায় আসরে সময় হঠাৎ করেই দেখতে পান তার কাঁধে ঝোলানো ব্যাগের চেন খোলা এবং ভিতরে থাকা সোনার নেকলেস ও দুটি সোনার কানের দুল পাওয়া যাচ্ছে না, সঙ্গে সঙ্গে তিনি চেঁচামেচি শুরু করেন, চেঁচামেচি করতেই দেখা যায় কৃষ্ণা দেবীর পশে থাকা দুই মহিলা চলন্ত বাস থেকে নেমে পালানোর চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে অন্য যাত্রীদের সাহায্যে দুই মহিলাকে ধরে ফেলে নিয়ে যাওয়া হয় শিবপুর থানায় ৷

advertisement

দুই মহিলার থেকে কৃষ্ণা দেবীর বর্ণনা মতো সোনার নেকলেস ও কানের দুল উদ্ধার হয় ধৃত মহিলাদের থেকে ৷ এছাড়াও বেশ কিছু সামগ্রী উদ্ধার হয় তাদের থেকে ৷ পুলিশ হাওড়া শহরের বিভিন্ন থানায় এই ধরণের চুরির অভিযোগের সাথে মিলিয়ে দেখা হচ্ছে এই উদ্ধার হওয়া সামগ্রীর সাথে | পুলিশ বাস যাত্রীদের বিশেষ ভাবে সচেতন করতে প্রচার চালাবে | এই ধরণের কোনো সন্দেহভাজন কাউকে দেখলে আইন নিজেদের হাতে না তুলে  সরাসরি পুলিশের সাহায্য নিন ৷

advertisement

হাওড়া আন্দুল, শিবপুর এলাকার বাস যাত্রীরা যথেষ্ট আতঙ্কিত এই ধরণের ঘটনা ৷ তদন্ত কারীদের দাবি এই ধরণের গ্যাং কয়েকদিনের জন্য আসে এবং শহরে ঘুরে ঘুরে এই ধরণের কাজ করে আবার গা ঢাকা দিচ্ছে | ভিন রাজ্যের এই সব গ্যাং এর হামলায় রীতি মতো ঘুম কেড়েছে পুলিশের | ধৃত দুই মহিলার ছবি প্রকাশ করে মানুষকে সাবধান করার পরিকল্পনা পুলিশের |

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Debasish Chakraborty

বাংলা খবর/ খবর/ক্রাইম/
হরিয়ানার এটিএম ব্রেকারের পর এবার গুজরাতি ছিনতাইবাজদের হামলা শহর জুড়ে ! 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল