TRENDING:

Kuntal Ghosh: কুন্তলের চিঠি কাণ্ডে এবার যৌথ অনুসন্ধানের নির্দেশ আলিপুর বিশেষ সিবিআই আদালতের 

Last Updated:

অনুসন্ধান করবে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে এবার যৌথ অনুসন্ধানের নির্দেশ আলিপুর বিশেষ সিবিআই আদালতের। সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা ও কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম অনুসন্ধান চালিয়ে আদালতে রিপোর্ট দেবে। এই মর্মে নির্দেশ সিবিআই আদালতের।
কুন্তলের চিঠি কাণ্ডে এবার যৌথ অনুসন্ধানের নির্দেশ আলিপুর বিশেষ সিবিআই আদালতের 
কুন্তলের চিঠি কাণ্ডে এবার যৌথ অনুসন্ধানের নির্দেশ আলিপুর বিশেষ সিবিআই আদালতের 
advertisement

প্রসঙ্গত হেফাজতে থাকাকালীন কুন্তলকে দিয়ে জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার চেষ্টা করেছে ইডি ও সিবিআই। এই মর্মে প্রেসিডেন্সি সংশোধনাগারে বসে আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক ও হেস্টিংস থানায় লিখিত অভিযোগ পাঠিয়েছিলেন কুন্তল ঘোষ। যা নিয়ে পরবর্তী সময় জল গড়িয়েছে বিস্তর । হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে চিঠি প্রসঙ্গ।

advertisement

আরও পড়ুন-জটিল হৃদরোগে আক্রান্ত, ৮ বছরের আজান খান হলেন ‘এক দিনের ইন্সপেক্টর’!

সোমবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে কুন্তলের আইনজীবী দাবি করেন, সম্প্রতি সুপ্রিম কোর্ট বিষয়টি নিম্ন আদালতে জানাতে বলেছে। এরপরই বিচারক কুন্তলের কাছে জানতে চান চিঠি প্রসঙ্গে তিনি এজলাসে কথা বলবেন না কি আলাদা ভাবে বিচারকের ঘরে? আদালত সূত্রে খবর, কুন্তল জানিয়ছিলেন তিনি বিচারকের সঙ্গে আলাদা ভাবে কথা বলতে চান। এরপরই আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক নিজের চেম্বারে ডেকে পাঠান কুন্তল ঘোষকে। সেখানে কিছু সময় কথা বলে কুন্তলের সঙ্গে। এরপর আদালতের নির্দেশ, চিঠি কাণ্ডে যৌথ অনুসন্ধান চাইছে আদালত।

advertisement

আরও পড়ুন– কি-বোর্ডের ‘Spacebar’ সবথেকে বড়, জানেন কি এরকম ডিজাইন হয় কেন?

সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা ও কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার ক্রাইম অনুসন্ধান চালিয়ে আদালতে রিপোর্ট দেবেন। প্রয়োজনে তারা কুন্তলের সঙ্গে কথা বলতে পারবেন বলেও নির্দেশ আদালতের। আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে ।

উল্লেখ্য, হেফাজতে থাকাকালীন তার ওপর চাপ সৃষ্টি করা হয়। জোর করে তার দলের নেতার নাম বলানোর চেষ্টা করা হয়। প্রেসিডেন্সি সংশোধনাগারে বলে প্রিজনার্স পিটিশন লেখেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ। যেখানে সরাসরি অভিযোগ আনা হয়েছে ইডি ও সিবিআইয়ের বিরুদ্ধে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

এই চিঠি নিয়ে এর আগে সংশোধনাগারের সুপার, চিকিৎসকদের তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সংশোধনাগারে গিয়ে কুন্তলের বয়ানও নেওয়া হয়েছে।  সেক্ষেত্রে এবার এই অনুসন্ধানে কি করা হবে নজর সকলের।

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Kuntal Ghosh: কুন্তলের চিঠি কাণ্ডে এবার যৌথ অনুসন্ধানের নির্দেশ আলিপুর বিশেষ সিবিআই আদালতের 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল