TRENDING:

শহরের চার জায়গায় মধুচক্রে হানা কলকাতা পুলিশের, গ্রেফতার ৬৫

Last Updated:

শহরের আনাচেকানাচে দেহব্যবসার রমরমা, হানা দিল পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Susovan Bhattacharjee
advertisement

#কলকাতা: বিভিন্ন সময়ে কলকাতায় একাধিক মধুচক্র ধরা পরে,রাসবিহারী থেকে দমদম কিম্বা বালিগঞ্জের মতো অভিযাত এলাকা  এই বছর একাধিক জায়গায় হানা দিয়েছে কলকাতা পুলিশ ৷ ফের একবার কলকাতা পুলিশের যৌথ অভিযানে ধৃত বহু। কোথাও স্পা এর আড়ালে মধুচক্র,  আবার কোথাও কল সেন্টারের নামে মধুচক্রের অভিযোগ।  শহরের চার জায়গায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা, গোয়েন্দা বিভাগ ও স্পেশাল টাক্স ফোর্স। এদিনের অভিযানে জালে ৬৫ জন।

advertisement

শহরের রাসবিহারী অ্যাভিনিউ, ভবানীপুর, নিউ মার্কেট চত্বর, প্রিন্স আনোয়ার সাহ এলাকায় দীর্ঘদিনের অভিযোগ।  সেই অভিযোগের ভিত্তিতে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় স্পেশাল টিম। এদিন গড়িয়াহাটে দেবব্রত বৈদ্য নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করতে গেলে,  পুলিশের নজর এড়িয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। প্রথমে গ্রেফতারে ব্যার্থ হলেও পরে গ্রেফতার করা হয়।সূত্রের খবর কুখ্যাত দুষ্কৃতি নামে পরিচিত।  সোমবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিশ।  এর পিছনে বড় চক্র আছে বলে মনে করছে পুলিশ।

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/ক্রাইম/
শহরের চার জায়গায় মধুচক্রে হানা কলকাতা পুলিশের, গ্রেফতার ৬৫