অটোর পিছনের যাত্রীর আসনে সেই সময় এক যুবক ছিল। অভিযোগ, চলন্ত অটোতে বসে থাকা ওই মদ্যপ যুবক ও অটো চালক তরুণীর শ্লীলতাহানির চেষ্টা করে। অটোর চালকও মদ্যপ ছিল বলে স্থানীয়দের অভিযোগ। তরুণীর চিৎকার শুনে চলন্ত অটো থামিয়ে দেন স্থানীয়রা।
আরও পড়ুন: কাজু কি Blood Sugar Level কমানোর জন্য আদৌ ভাল? বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিন আসল সত্যিটা!
advertisement
অটো চালক ও পিছনের যাত্রীর আসনে বসে থাকা ওই যুবককে আটক করে নারায়ণপুর থানায় খবর দেওয়া হয়। দুজনকে গ্রেফতার করে নারায়নপুর থানার পুলিশ।আজ ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে নারায়নপুর থানার পুলিশ।
অনুপ চক্রবর্তী
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 12, 2023 4:20 PM IST
