TRENDING:

Love Triangle: ত্রিকোণ প্রেম, ঘনিষ্ঠ ছবি নিয়ে টানাপোড়েন! গুয়াহাটির হোটেলে পুণের ব্যবসায়ীর দেহ, ধৃত কলকাতার যুগল

Last Updated:

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সন্দীর কাম্বলি নামে ওই ব্যবসায়ীর সঙ্গে কলকাতার বাসিন্দা অঞ্জলি সাউ নামে ২৫ বছর বয়সি এক তরুণীর সম্পর্ক তৈরি হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি: ত্রিকোণ প্রেমের সম্পর্ক৷ ঘনিষ্ঠ ছবি ফেরত পাওয়া নিয়ে বিবাদ৷ আর তার জেরে পুণের এক ব্যবসায়ীকে গুয়াহাটির হোটেলে খুন করার অভিযোগ উঠল কলকাতার বাসিন্দা এক যুগলের বিরুদ্ধে৷ ইতিমধ্যেই ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, ৪২ বছরের নিহত ওই ব্যবসায়ীর নাম সন্দীপ কাম্বলি৷ তিনি পুণের বাসিন্দা৷ গুয়াহাটির একটি বিলাসবহুল হোটেলের ঘর থেকে ওই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারের পরই ঘটনাটি প্রকাশ্যে আসে৷

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সন্দীর কাম্বলি নামে ওই ব্যবসায়ীর সঙ্গে কলকাতার বাসিন্দা অঞ্জলি সাউ নামে ২৫ বছর বয়সি এক তরুণীর সম্পর্ক তৈরি হয়৷ অঞ্জলি কলকাতা বিমানবন্দরে একটি রেস্তোরাঁয় কাজ করে৷

advertisement

সম্পর্ক তৈরি হওয়ার পর বিয়ের জন্য অঞ্জলিকে চাপ দিতে থাকেন সন্দীপ৷ এমন কি, অঞ্জলির সঙ্গে তাঁর কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও সন্দীপের কাছে ছিল৷

আরও পড়ুন: ৫০০ টাকা কেজি, মাংসেও দিতে হচ্ছে মেপে! কবে সস্তা হবে রসুন?

কিন্তু অঞ্জলির আগে থেকেই রাকেশ সাউ নামে একজন প্রেমিক ছিল৷ সন্দীপ নামে ওই ব্যবসায়ী যে তাকে বিয়ে করতে চাপ দিচ্ছেন, রাকেশকে সেকথা জানায় অঞ্জলি৷ এর পরেই দু জনের মিলে সন্দীপের কাছ থেকে ঘনিষ্ঠ ছবি হাতিয়ে নেওয়ার জন্য ছক কষে৷

advertisement

সন্দীপের সঙ্গে কলকাতা বিমানবন্দরে দেখা করতে রাজি হয় অঞ্জলি৷ কিন্তু কলকাতায় এসে অঞ্জলিকে নিয়ে গুয়াহাটি চলে যায় সন্দীপ৷ সেখানকার একটি নামী হোটেলে নিজেদের জন্য একটি ঘরও বুক করে পুণের ওই ব্যবসায়ী৷ এই খবর পেয়ে অঞ্জলির প্রেমিক রাকেশও ওই একই হোটেলে অন্য একটি ঘরে গিয়ে ওঠে৷

এর পর অঞ্জলি ছবি ফেরত চাইতেই সন্দীপের সঙ্গে তার বচসা শুরু হয়৷ তখন সেখানে পৌঁছয় রাকেশও৷ এর পর রাকেশ এবং অঞ্জলির সঙ্গে সন্দীপের রীতিমতো হাতাহাতি হয়৷ যার ফলে গুরুতর আহত হন সন্দীপ৷ ওই অবস্থাতেই পুণের ওই ব্যবসায়ীকে হোটেলের ঘরে ফেলে রেখে সেখান থেকে বেরিয়ে যান অঞ্জলি এবং রাকেশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

হোটেল কর্মীরা ঘরের ভিতর থেকে সন্দীপের দেহ দেখতে পেয়েই পুলিশে খবর দেয়৷ এর পর তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অঞ্জলি এবং রাকেশকে চিহ্নিত করে পুলিশ৷ শেষ পর্যন্ত কলকাতায় পালিয়ে আসার আগেই আজারা এলাকা থেকে অঞ্জলি এবং রাকেশকে গ্রেফতার করে পুলিশ৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Love Triangle: ত্রিকোণ প্রেম, ঘনিষ্ঠ ছবি নিয়ে টানাপোড়েন! গুয়াহাটির হোটেলে পুণের ব্যবসায়ীর দেহ, ধৃত কলকাতার যুগল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল