২০১৭ সালের জানুয়ারি মাসে নামখানা থানায় নির্যাতিতার মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর অজয় চন্দ্র তদন্তে নেমে গ্রেফতার করেন শিশুকন্যার বাবাকে। তারপর থেকেই বিচারপ্রক্রিয়া চলছিল। দীর্ঘদিন ধরে ১৮ জন স্বাক্ষীর বয়ান রেকর্ড করা হয়।
আরও পড়ুনঃ পঞ্চায়েতেও সাগরদিঘি মডেল? জোট তত্ত্ব আরও মজবুত হল সিপিএম-কংগ্রেসে
advertisement
ঘটনার দিন নির্যাতিতার মা শিশুকে তার বাবার কাছে রেখে স্নান করতে গিয়েছিলেন। সেই সময়ে এই জঘন্যতম অপরাধ ঘটায় ওই ব্যক্তি। প্রায় পাঁচ বছর পরে এই ঘটনায় এদিন রায় ঘোষণা করে আদালত। অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৪৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছে এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এই রকম জঘন্যতম অপরাধের ঘটনায় আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা ঘোষণা করায় খুশি আইনজীবী থেকে পুলিশমহল।
বিশ্বজিৎ হালদার