শহরে এভাবে নাশকতার ছক কষা হয়েছে, তা কয়েকদিন আগেই খবর পেয়েছিল জম্মু পুলিশ। এদিন শহরের বাইরের এই শপিং মলে দুই সন্ত্রাসবাদীকে দেখা গিয়েছে জানতে পেরেই সেখানে অভিযান চালায় পুলিশ। সেখানে বিপুল পরিমাণে বিস্ফোরক লাগিয়ে বড়সড় বিস্ফোরণের ছক কষেছিল ধৃতরা। তবে নাশকতার আগেই তাদের ছক বাঞ্চাল করে দেয় পুলিশ। শপিং মল ঘিরে ফেলে পুলিশের বিশাল বাহিনী। তারপরেই দুই সন্ত্রাসবাদীকে নিজেদের হেফাজতে নিয়ে নেয় পুলিশ।
advertisement
দুই ধৃতকে সেফ হাউজে রেখে আপাতত জেরা করছে পুলিশ। তাদের মদত করছে কারা এবং কী কারণে সেখানে এত বিস্ফোরণ নিয়ে শপিং মলে গিয়েছিল তারা জানতে চান তদন্তকারীরা। শনিবার রাতে ফের ওই এলাকায় জোরদার তল্লাশি চালায় পুলিশ। এই ঘটনার সঙ্গে জম্মু বিমানবন্দরের ভিতর ড্রোন হামলার কোনও যোগ রয়েছে কিনা, তাও জানতে চায় পুলিশ। সব দিক খতিয়ে দেখে তবেই পরবর্তী পদক্ষেপ করবে পুলিশ।
শনিবার গভীর রাতে জম্মু বিমানবন্দরের টেকনিক্যাল অঞ্চলে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ফরেন্সিক দল। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে বিমানবন্দরের প্রায় দুই কিলোমিটার পর্যন্ত সেই বিকট শব্দ শোনা গিয়েছে। তবে এই বিস্ফোরণে মৃত্যুর কোনও খবর নেই এখনও পর্যন্ত। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনার পরে শ্রীনগরে জারি করা হয়েছে হাই এলার্ট।