শুনানির সময় ইন্দ্রাণী রাহুলের কল রেকর্ড ডিটেল জমা দিয়ে জানিয়েছেন যে দু’জনের মধ্য ২৭ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে ম্যাসেজে কথা হয়েছে ৷ ইন্দ্রাণী ম্যাসেজ পড়ে জানিয়েছেন যে রাহুল ম্যাসেজে লিখেছিলেন, ‘ I am in the car park. come now.' এরপর শিনা উত্তরে লিখেছিলেন,‘৫ মিনিট৷’
ইন্দ্রাণী কোর্টে জানিয়েছেন যে তাকে জেনে বুঝে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ৷ তিনি নির্দোষ বলেও দাবি করেছেন ৷ তিনি আরও বলেন ২০১৫ সালে তাকে গ্রেফতার করার পর পিটার মুখোপাধ্যায় তার ছেলে রাহুল ও রবিনের অ্যাকাউন্টে ৬ কোটি টাকা ট্রান্সফার করেছে ৷ ইন্দ্রাণী আরও জানিয়েছেন, যে দিন শিনা বোরার হত্যা করে হয়েছে বলে দাবি করা হচ্ছে তারপর থেকে ২০১৫ সালে যেদিন তাকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে তিনি একাধিকবার বিদেশ যাত্রা করেছে ৷ যদি তিনি খুন করেই থাকতেন তাহলে দেশে ফিরলেন কেন ?
advertisement