এ দিকে পলাতক মহিলার স্বামী ও কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। জানা গিয়েছে, বছর দু’য়েক আগে থেকেই তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। বিদেশ থাকাকালীন তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। আগে থেকেই তাঁরা ছক কষেছিলেন, শ্বশুরমশাই বাড়ি ফিরে এলেই তারা বাড়ি ছেড়ে পালিয়ে যাবেন। আর সেই মতো বাড়ি ফেরার চারদিনের মাথায় বউমাকে নিয়ে চম্পট দেয় শ্বশুর।
advertisement
আরও পড়ুনঃ মোবাইল-পোশাক-ব্যাগ-জুতোয় ৫০ শতাংশ ছাড়! Flipkart Big Billion Day সেল কবে শুরু? জানুন বিস্তারিত
জানা গিয়েছে, শ্বশুরের দুই মেয়ে। এ দিকে বউমার এক ছেলে। একমাত্র পুত্র সন্তানকেও নিয়ে যায় শ্বশুরের সঙ্গে। এ দিন শ্বশুর তাঁর স্ত্রী ও দুই কন্যা সন্তানকে পথে বসিয়ে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিয়ের পর থেকেই শাশুড়ির উপর মানসিক নির্যাতন চালাত শ্বশুর।
অন্যদিকে, শ্বশুর বউমাকে নিয়ে চলে যাওয়ার কারণে বর্তমানে এলাকার মানুষ ধিক্কার ও নিন্দা জানাচ্ছে। এলাকাবাসী-সহ উভয় পক্ষের পরিবার শ্বশুর বউমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে, যাতে ভবিষ্যতে দ্বিতীয় বার এ ধরনের জঘন্যতম ঘটনা না ঘটে। তাই ওই দুই মেয়ের ভবিষ্যতের সুরাহা চাইছে।
কৌশিক অধিকারী