TRENDING:

Crime|| গাড়িতে থরে থরে সাজানো টাকা! অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে, তোলপাড় ডেবরা

Last Updated:

ডেবরায় নাকা চেকিং এ উদ্ধার লক্ষাধিক টাকা গ্রেফতার ২, ট্রাফিক ওসি অমর ছেত্রীর তৎপরতায় ধরা পড়ল টাকা ভর্তি  গাড়ি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ডেবরাঃ রডের ডিলারশিপ দেওয়ার নামে লক্ষাধিক টাকা ছিনতাই। ডেবরা নাকা পয়েন্টে উদ্ধার টাকা, গ্রেফতার ২। বুধবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অন্তর্গত ভসলাগেড়িয়া এলাকায় এক ব্যাক্তিকে রডের ডিলারশিপ দেবে বলে দু'জন ব্যক্তি একটি প্রাইভেট কার নিয়ে হাজির হন ব্যবসায়ী প্রদীপ কুমার পালের কাছে। কয়েক লক্ষ টাকা রেডি করেও রাখতে বলা হয়েছিল। কিন্তু কোনও মালপত্র না দিয়েই জোর করে প্রদীপ পালের কাছে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় দু'জন।
গাড়িতে থরে থরে সাজানো টাকা
গাড়িতে থরে থরে সাজানো টাকা
advertisement

এরপরেই সঙ্গে ওই ব্যক্তি ভূপতিনগর থানায় এসে অভিযোগ জানান।  পুলিশ খোঁজ চালিয়ে ওই দুই ব্যক্তি গাড়ি নিয়ে হাজির হন পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার অন্তর্গত শ্রীরামপুর নাকা পয়েন্টে। সেই নাকা পয়েন্টেই ডেবরা থানার পুলিশের হাতে গাড়ি ও টাকা-সহ পাকড়াও করে দুই ব্যক্তিকে। পরে ভূপতিনগর থানার পুলিশ দু'জনকে গ্রেফতার করে৷ উদ্ধার হয় লক্ষাধিক টাকা ও একটি প্রাইভেট গাড়ি৷ অভিযুক্ত দুই ব্যক্তির বাড়ি হলদিয়া ও দমদম এলাকায়। বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে পেশ করা হবে।

advertisement

আরও পড়ুনঃ কামড়ে খুবলে নিচ্ছে মাংস, রাস্তায় বেরোলেই অতর্কিতে আক্রমণ! লাঠি হাতে এলাকাবাসী, অশোকনগরে প্রবল আতঙ্ক

এ দিন সকালে ভূপতিনগর থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটার পরেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় জানানো হয়।তারপরই ডেবরা ব্লকের শ্রীরামপুর এলাকায় ডেবরা ট্রাফিক ওসি অমর ছেত্রীর নেতৃত্ব ওই গাড়ি-সহ লক্ষাধিক টাকা উদ্ধার হয়৷ গ্রেফতার করা হয় দু'জনকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Digbijoy Mahali

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime|| গাড়িতে থরে থরে সাজানো টাকা! অঙ্ক শুনলে মাথা ঘুরে যাবে, তোলপাড় ডেবরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল