TRENDING:

ফরিদাবাদে রেস্তোরাঁয় যুবককে পিটিয়ে খুন করল দুষ্কৃতিরা

Last Updated:

রেস্তোরায়ঁ ঢুকে যুবককে পিটিয়ে খুন করল একদল দুষ্কৃতি ৷ ঘটনাটি ঘটেছে ফরিদাবাদে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফরিদাবাদ: রেস্তোরাঁয় ঢুকে যুবককে পিটিয়ে খুন করল একদল দুষ্কৃতি ৷ ঘটনাটি ঘটেছে ফরিদাবাদে ৷ মৃত যুবকের নাম রোহিত বাঘেরা ৷ জানা গিয়েছে, রবিবার বন্ধুদের সঙ্গে ডিনার করতে ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন রোহিত ৷ সেই সময় আচমকা একদল যুবক এসে চড়াও হয় তাদের উপর ৷ রেস্তোরাঁর ভিতরেই তাকে বেধড়ক মারধর করতে শুরু করে ৷
advertisement

আশঙ্কাজনক অবস্থায় রোহিতকে প্রথমে সরকারি হাসপাতলে ভর্তি করা হয় ৷ কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বোসরকারি হাসপাতলে তাকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় রোহিতের পরিবারের সদস্যরা ৷ কিন্তু বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয় ৷

পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত বিট্টু রানার সঙ্গে একবছর আগে ঢামেলা হয় রোহিতের ৷ বিট্টুকে মারধর করেছিলেন রোহিত ৷ এরপর রোহিতের নামে মামলাও দায়ের করা হয় ৷ কিন্তু বিট্টু নিজে সেই ঘটনার প্রতিশোধ নিতে চেয়েছিলেন ৷  তাই এদিন রোহিতের উপর হামলা চালায় বলে প্রাথমিক অনুমান পুলিশের ৷

advertisement

রোহিতের পরিবারের সদস্যদের অভিযোগ মামলা চলাকালীন বেশ কয়েকবার হুমকি দিয়েছিলেন ৷ পুলিশে সেই বিষয়ে অভিযোগও জানায় রোহিত ৷ কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

রোহিতের খুনের মামলায় পাঁচজন পরিচিত ও ২০ জন ২০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ ৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
ফরিদাবাদে রেস্তোরাঁয় যুবককে পিটিয়ে খুন করল দুষ্কৃতিরা