আন্তর্জাতিক প্রতারণা চক্রের হাদিশ মিলল হাওড়ার শিবপুরে। বাংলায় বা ভারতীয় নয় এদের জালে পরে প্রতারিত হয়েছেন অনেক বিদেশিও। বেশ কয়েকদিন ধরেই পুলিশের কাছে অভিযোগ আসছিল শিবপুর থেকে দিনে বেশ কিছু সময় বিদেশে ক্রমশ ফোন কলিং চলছিল। এরপর শিবপুর পুলিশ শুরু করে তদন্ত। সাইবার ক্রাইম বিভাগের সাহায্য নিয়ে শিবপুর ট্রাম ডিপোর কাছে একটি বহুতলের হাদিশ পায়। বুধবার রাতে সেখানেই হানা দিয়ে হাতে নাতে দুই যুবককে গ্রেফতার করে।
advertisement
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী আর্জি, গোবিন্দভোগ থেকে রপ্তানি শুল্ক উঠবে কী? কেন্দ্রের দিকে তাকিয়ে কৃষকরা
অভিযোগ, ভুয়ো কল সেন্টার তৈরি করে মানুষ ঠকানোর কাজ করছিল বেশ কিছুদিন যাবৎ। ধৃতদের কাছ থেকে ল্যাপটপ মোবাইল-সহ একাধিক ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার করে পুলিশ। তাদের ল্যাপটপ থেকে পাওয়া তথ্য থেকে পুলিশ বহু ফোন নম্বর ও বহু ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস পেয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে পাওয়া তথ্যে পুলিশ মনে করছে ইতিমধ্যেই এই গ্যাংটি লক্ষ লক্ষ টাকা আত্মস্বাৎ করেছে। যে সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা ও জমা পড়েছে সেই সব মানুষদের সঙ্গে যোগাযোগ করার কাজ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই কলকাতার বাসিন্দা ধৃত ওয়াসিম আখতার ও শেখ সালমানকে হাওড়া আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ পরবর্তী তদন্ত শুরু করেছে।
থানা থেকে ঢিলছোঁড়া দুরত্বে বসেই চলছিল প্রতারণা চক্র। কিন্তু প্রশ্ন উঠছে কলকাতা ছেড়ে হাওড়ায় কেন এরা অফিস খুলেছিল। এদের সঙ্গে আর কে কে যুক্ত আছে বা কোথায় কোথায় টাকার লেনদেন হতো তাও খতিয়ে দেখা হচ্ছে ।
Debasish Chakraborty