বারবার নতুন নাম বদলানোর চেষ্টা করলেও কার্যকর হয়নি বলে দাবি করেছেন লক্ষ্মীরতন শুক্লা | লক্ষ্মীরতন শুক্লার ছবি থাকলেও সেখানে নাম দেখা যায় সৈয়দ তৌসিফ নকভি এবং পাকিস্তানের বাসিন্দা হিসাবে সেখানে তাঁর নামের পরিচয় পাওয়া যায় | ঘটনাটি নজরে আসতে রবিবার রাতেই পুলিশ কমিশনার কে জানানোর পর সোমবার সকালে লিখিত অভিযোগ দায়ের করেছেন লক্ষ্মীরতন শুক্লা | ভারতীয় ক্রিকেটার ও প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমেছে হাওড়া সিটি পুলিশ এর সাইবার ক্রাইম বিভাগ |তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা বা সন্দেহভাজন ব্যক্তির পরিচয় নাগালে আসেনি পুলিশের |
advertisement
অন্যদিকে নিজের ট্যুইটার হ্যান্ডেল কে ব্যবহার করতেও পারছেন না লক্ষ্মীরতন শুক্লা | পুলিশ সূত্রের খবর হাওড়া উত্তরের বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা বা ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার যে টুইটার হ্যান্ডেল সেটিকে হ্যাক করা হয়েছে এবং সেটি হ্যাক হয়েছে শুধু পাকিস্তানের থেকে | এই ঘটনার তদন্তে তরকারি রাজ্যের গোয়েন্দা বিভাগ অথবা ভারতীয় কোন তদন্তকারী সংস্থাকে দিয়ে ঘটনার তদন্ত করা হবে | শুধু যে লক্ষ্মীরতন শুক্লা তা নয় হাওড়া সিটি পুলিশের সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ কর্মীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে খবর | লক্ষ্মীরতন শুক্লার টুইটার এবং হাওড়া সিটি পুলিশের সাব-ইন্সপেক্টর এর ফেসবুক থেকে বিভিন্ন রকম পোস্ট করা হচ্ছে | পুলিশ বা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর সোশ্যাল মিডিয়া হ্যাক হওয়ার ঘটনায় কোমর বেঁধে তদন্তে নেমেছে পুলিশ | শহরের বুকে এরকম সাইবার দুষ্কৃতী হানায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে |
Debasish Chakraborty