জানা গিয়েছে, তিনি আত্মীয়র বাড়ি গিয়েছিলেন। ইসমাতারা বেগমের স্বামী মুম্বইয়ে থাকেন। সেই সুযোগে গত ১৭ অক্টোবর ইসমাতারা বেগমের বাড়ির আলমারি ভেঙে ৯ ভরি সোনা চুরি হয়। ভাতার থানার পুলিশ অভিযোগের পরিপেক্ষিতে তদন্তে নামে। সেই সময়ে ইসমাতারা বেগমের পাশের বাড়িতে বাড়ি তৈরির কাজ হচ্ছিল। পুলিশ প্রাথমিক ভাবে রাজমিস্ত্রীদের সন্দেহের তালিকায় রাখে এবং তাদের গতিবিধি লক্ষ্য করতে শুরু করে।
advertisement
আরও পড়ুনঃ সব জায়গায় থাকে, আপনার বাড়িতে 'এই' গাছ আছে? আজই কাটুন, না হলে পথে বসবেন! ভাঙবে শরীর
এরপর গত ৪ এপ্রিল প্রথমে ভূমশোর গ্রামের এক বাসিন্দাকে পুলিশ গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে ওই গ্রামের আর এক জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দু'জনেই রাজমিস্ত্রির কাজ করে। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করে বর্ধমান থেকে আরও দু'জনকে গ্রেফতার করে পুলিশ।
এ প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় বলেন, "অক্টোবর মাসে ১৭ /১৮ তারিখের মাঝের রাতে ইসমাতারা বেগম নামে এক মহিলার বাড়ির আলমারি ভেঙে ৯ ভরি সোনার গহনা চুরি হয়। কয়েকমাস ধরেই আমরা তদন্ত চালাচ্ছিলাম। এ বারে চুরি যাওয়া গহনা কেনেন এ রকমও দু'জনকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্ধমান শহরের বাসিন্দা। তদন্তের সূত্রে তাঁদের নাম গোপন রাখা হয়েছে। ৭৮ গ্রাম সোনা ও দুটি হিরের টুকরো পুলিশ উদ্ধার করেছে। গত শনিবার বর্ধমান জেলা আদালতে পাঠানো হয় অভিযুক্তদের।"
Bonoarilal Chowdhury