গত বৃহস্পতিবার পশ্চিম দিল্লির তিলক নগর থানায় ২১ বছরের রোহিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণী ৷ একটি ভিডিও দেখিয়ে তাঁকে রোহিত ভয় দেখিয়েছিল বলে অভিযোগ তরুণীর ৷ সেখানেও এক তরুণীকে এমন লাথি, কিল, চড় মারার দৃশ্য দেখা গিয়েছিল ৷ তরুণীর অভিযোগ, রোহিতের কথামতো না চললে তাঁর সঙ্গেও এমন কাণ্ডই ঘটবে বলে রোহিত শাসিয়েছিল তাঁকে ৷ এরপরই শুক্রবার রোহিত তোমারের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের হয় দিল্লির উত্তম নগর থানায়। এ ক্ষেত্রে অভিযোগকারিণী ওই ভিডিও-র তরুণী। যাঁর অভিযোগ, এক বন্ধুর অফিসে ডেকেই তাঁর উপর শারীরিক অত্যাচার চালায় রোহিত ৷
advertisement
ঘটনার তদন্ত চেয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা ইতিমধ্যেই দিল্লির পুলিশ কমিশনারকে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ যার প্রথম পদক্ষেপ হিসেবেই রোহিতের বাবাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল দিল্লি পুলিশ ৷
সাব-ইন্সপেক্টরের ছেলের কীর্তি দেখে নিন !